দুই জেলার মুসলিমদের বিদেশি আখ্যা দিয়ে তাড়াতে চাইছে! কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্ক : গত ১৪ এপ্রিল সিউড়িতে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই সভা থেকে একবারের জন্যও সিএএ (CAA) বা এনআরসি (NRC) নিয়ে একটি মুখ খোলেননি তিনি। এ নিয়ে হতাশ হশ বিজেপি শিবিরও। এরই মধ্যে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বড় অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা এদিন অভিযোগ করে বলেন, ‘দক্ষিণ ও উত্তর ২৪ পরগনাকে চিহ্নিত করে একটা সম্প্রদায়কে হঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার।’ এ ব্যাপারে কেন্দ্রের এক সচিব রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন মমতা। সেই চিঠি থেকে অংশবিশেষ এদিন পড়ে এদিন শোনান মুখ্যমন্ত্রী।

mamata 2

মমতা জানান, ‘কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে বেআইনি আধারকার্ড যাচাই করে সেগুলি বাদ দেওয়ার কাজ করতে হবে। যাদের নাম বাদ পড়বে তাদের বিদেশি বা বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে।’ এখানে বিশেষ একটি সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

মুখ্যমন্ত্রী এদিন মুসলমান শব্দটা উচ্চারণ করেননি বটে। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিতে চেয়েছেন একটি সম্প্রদায় বলতে কী বোঝাতে চেয়েছেন তিনি। ওই চিঠি থেকে জায়গার নামও পড়ে শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে বারাসত, দত্তপুকুর, হাবরা, স্বরূপ নগর, বাদুড়িয়া, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বাগদা, গাইঘাটা, ঘোলা, খড়দহ, রহড়া, বারুইপুর, ক্যানিং, জীবনতলা, কুলতলি, সল্টলেক, ন্যাজাট, ঝড়খালি, সুলতানপুর-সহ বিভিন্ন এলাকায় এই আধার কার্ড যাচাই অভিযান হবে বলে উল্লেখ করা হয়েছে।

মমতা এদিন আরও বলেন, ‘এলাকা শুনেই বুঝতে পারছেন কাদের তাড়াতে চাইছে। ঘুরপথে আবার সিএএ, এনআরসির কার্ড খেলতে চাইছে বিজেপি।’ মমতার আরও অভিযোগ, ‘বিজেপি এসব করে মেরুকরণের আবহাওয়া তৈরি করতে চাইছে। আর একাংশের সংবাদমাধ্যম তাতে গা ভাসিয়ে দিচ্ছে।’

Sudipto

সম্পর্কিত খবর