বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জুলাই মাসে দেশবাসী সুখবর পেতে চলেছে। মূলত, চলতি মাসেই মোদী সরকার (Central Government) দেশবাসীর অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাঠাবে। তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মোদী সরকার ২,০০০ টাকা সেই সমস্ত ব্যক্তিদের পাঠাবে যাঁরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪ তম কিস্তির অধীনে এই ২,০০০ টাকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (PM Kisan Samman Nidhi Scheme) ১৪ তম কিস্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, যোগ্য কৃষকরা শীঘ্রই কেন্দ্রের কাছ থেকে ২,০০০ টাকার কিস্তি পাবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য অর্থ জারি করবেন। এদিকে, PM কিষাণ যোজনার ১৩ তম কিস্তি গত ২৭ ফেব্রুয়ারি জারি করা হয়েছিল। উল্লেখ্য যে, পিএম কিষাণ যোজনা হল মূলত কৃষকদের জন্য পরিচালিত একটি প্রকল্প। দেশের কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
এদিকে PM কিষাণ যোজনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অনুসারে জানা গিয়েছে যে, সরকার রাজস্থানের সিকারে আগামী ২৭ জুলাই ২০২৩-এ ১৪ তম কিস্তি জারি করবে। এই প্রকল্পের অধীনে, যোগ্য কৃষকরা বছরে তিনবার প্রতি কিস্তিতে ২,০০০ টাকা পান। অর্থাৎ বার্ষিক প্রাপ্ত অর্থের পরিমাণ হল ৬,০০০ টাকা। এই অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
প্রয়োজন eKYC-র: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৪ তম কিস্তি পাওয়ার ক্ষেত্রে eKYC বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, ১৩ তম কিস্তির টাকা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে গেছে।
তবে, স্বচ্ছতার স্বার্থে সংশ্লিষ্ট বিভাগ সমস্ত কৃষককে তাঁদের eKYC করতে বলেছেন। যার মাধ্যমে নিশ্চিত হয়ে যাবে যে, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য। উল্লেখ্য যে, এই প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল এবং তারপর থেকে লক্ষ লক্ষ কৃষক সংশ্লিষ্ট বিভাগ থেকে কিস্তির মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।