বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। ইতিমধ্যেই রাষ্ট্রপতি সই করেছেন ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে। যার ফলে কেন্দ্রীয় সরকার কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক পদক্ষেপ নিল। রাজ্যসভা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য, শুরু হয়েছে তুমুল বচসা।
রাজ্যসভায় সংশোধীত জম্মু-কাশ্মীর বিল পেশ করছেন অমিত শাহ। যার মাধ্যমে কাশ্মীরে ৩৭০ ধারার অবসান ঘটাতে চায় কেন্দ্র। ধারা তুলতে কেন্দ্র সুপারিশ করেছে রাষ্ট্রপতি কে। এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। তারা দাবি জানিয়েছে যে ৩৭০ ধারা তুলে দিলে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবে কাশ্মীর। শুধু ৩৭০ ধারা নয়, কাশ্মীরে ৩৫এ ধারাও তুলে দিতে চায় কেন্দ্র।
জম্বু কাশ্মীর ইস্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র, হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা রাজ্যে। এমনকি জারি করা হয়েছে ১৪৪ ধারা। সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা করতে জম্বু কাশ্মীর পরিদর্শনে কাশ্মীর পরিদর্শনে রওনা দিতে পারেন। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।