বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন হোলি কেন্দ্রীয় সরকারের ( Modi Govt ) সমস্ত কর্মচারীদের ( Central Govt Employees ) জন্য একটি দুর্দান্ত উপহার নিয়ে এসেছে। তা হল ১০ হাজার টাকা অগ্রিম হিসাবে একটি উপহার। এই উপহারটি ( Holi Gift ) কেন্দ্রীয় সরকারের বিশেষ উৎসব ভাতা প্রকল্পের ( Special Festival Allowance Scheme ) আওতায় কর্মীদের দেওয়া হবে।
জানা যাচ্ছে, এই অগ্রিম উপহারের সিদ্ধান্তটি সপ্তম বেতন কমিশনের ( 7th Pay Commission ) একটি অংশ। চলুন জেনে নেওয়া যাক, এই উপহার ও তার গ্রহণ প্রক্রিয়া সন্মন্ধে বিস্তারিত।
বিশেষ উৎসব ভাতা প্রকল্পের আওতায় এই উপহারটি একেবারেই সুদমুক্ত। এমনকি ১০ টি সহজ কিস্তিতে তা পরিশোধ করা যাবে। তবে অবশ্যই তার জন্য কর্মীদের কাছে Prepaid RuPay Card থাকতে হবে।
কেন্দ্রীয় সরকারের এহেন উপহারের সিদ্ধান্ত প্রথমে সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু পরে তা অন্তর্ভুক্ত হওয়ার, এটি আরও বেশী সুবিধাজনক হয়ে উঠেছে। যদিও এর আগে ষষ্ঠ বেতন কমিশন অনুসারে, এই অগ্রিম উৎসব ভাতা পেত শুধুমাত্র অ-গেজেটেড কর্মকর্তা ও কর্মীরা। তখন এই ভাতা ছিল ৫ হাজার ৪০০ টাকার। এখন থেকে এটি সবার জন্য গ্রহণযোগ্য করে তোলার পাশাপাশি টাকার পরিমাণও বাড়ানো হয়েছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, অর্থ বিভাগের অধিদপ্তর একটি স্বারকলিপিতে জানিয়েছে যে, এই প্রাপ্ত অর্থটি ২০২১ সালের ৩১ মার্চের আগে ব্যয় করতে হবে। এমনকি এই অগ্রিম বছরে শুধুমাত্র একবার দেওয়া হবে। অর্থাৎ কোনও কেন্দ্রীয় সরকারের কর্মচারী যদি আগে এই অর্থ না নিয়ে থাকেন, তবেই হলিতে উৎসব প্রকল্পটির আওতায় তা নেওয়া যাবে।
খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের এহেন উৎসব প্রকল্পের মত রাজ্য সরকারগুলিও তাদের কর্মচারীদের জন্য অগ্রিম ভাতা দেওয়ার একটি বিকল্প দেওয়া হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও ঘোষণা করেছিলেন যে, অগ্রিম ভাতা আগেই কর্মীদেরকে হস্তান্তর করা হবে। তাদের এটিএম-এ এই অর্থ উপস্থিত থাকবে। তারা অনন্দের সাথে নির্দ্বিধায় ওই অর্থ ব্যয় করতে পারবেন।