বাংলা হান্ট ডেস্ক: এবার জয়েন্ট এন্ত্রন্স পরীক্ষার ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত জয়েন এন্ট্রান্স পরীক্ষা মূলত ইংরেজি ও হিন্দি ভাষাতেই হয়ে এসেছে। কিন্তু বর্তমানে এই দুটো ভাষার পর এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে গুজরাতি ভাষাতেও৷ এই ঘটনার অভিযোগে তীব্র কণ্ঠে তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা৷ তিনি দাবি জানিয়েছেন জয়েন এন্ট্রান্স পরীক্ষায় বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করতে হবে৷ মুখ্যমন্ত্রী কেন্দ্র কে আক্রমণ করে বলেন, “শুধু গুজরাতি কেন? অন্য আঞ্চলিক ভাষা উপেক্ষিত কেন?”
আজ মমতা নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “যথাযথভাবে এই বিষয়ের সমাধান না হয়, তাহলে তীব্র প্রতিবাদের ঝড় উঠবে দেশজুড়ে৷ কারণ এই অবিচার দেশজুড়ে আঞ্চলিক ভাষায় কথা বলা সমস্ত মানুষের ভাবাবেগে গভীর আঘাত হেনেছে৷”
কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতা জানিয়েছেন, আমাদের এই দেশ নানা ভাষা, নানা ধর্ম, নানগ সম্প্রদায়ের দেশ৷ কিন্তু দেশের বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক ভাষা গুলো কে উপেক্ষা করে চলেছে কেন্দ্র৷” গুজরাতি ভাষার আচমকা সংযোজন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এতদিন ধরে জয়েন্ট এন্ত্রন্স পরীক্ষা শুধুমাত্র ইংরেজি ও হিন্দি ভাষাতেই হত৷ কিন্তু হঠাৎই গুজরাতি ভাষা এসে যুক্ত হয়ে গেল সেখানে৷ এই পদক্ষেপ একেবারেই প্রশংসনীয় নয়৷”
কেন্দ্রের এই হঠাৎ নেওয়া পদক্ষেপের তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিন টুইটারে পোস্ট করে লিখেছেন, “আমি গুজরাতি ভাষা ভালোবাসি৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাগুলি এত উপেক্ষিত কেন? কেন তাঁদের এই উপর অবিচার৷ যদি জয়েন্ট এন্ট্রাসের মাধ্যম হিসেবে গুজরাতি ভাষা থাকে৷ তাহলে বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাকেও রাখতে হবে৷”