বঙ্গে নিপা আতঙ্ক! সংক্রমণ রুখতে তৎপর কেন্দ্র, মুখ্যমন্ত্রীকে ফোন করে সাহায্যের আশ্বাস জে পি নাড্ডার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে শীতের মরশুমে হঠাৎ নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দু’জন নার্সের দেহে নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যাঁরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া পূর্ব মেদিনীপুরে আরও একজনের দেহে সংক্রমণ মিলেছে। আক্রান্তদের বারাসতের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

রাজ্যে নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ নিয়ে উদ্বেগ কেন্দ্রের:

স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, আক্রান্ত নার্স দু’জন সম্প্রতি এক গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসার সাথে যুক্ত ছিলেন এবং প্রাথমিকভাবে সেখান থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। যদিও তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে, তবুও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুরের আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রেও সংক্রমণের উৎস অনুসন্ধান করা হচ্ছে। ঝুঁকি এড়াতে আক্রান্তদের এলাকা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন: হকারদের নিয়মে আনতে বড় পদক্ষেপ, চলতি মাসেই শংসাপত্র বিতরণ শুরু করবে কলকাতা পুরসভা

এই সংক্রমণের খবর সামনে আসার পরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারকে নিপা মোকাবিলায় কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনালাপে এই আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নিপা শনাক্তকরণ ও পরীক্ষার জন্য কল্যাণী এইমসে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রয়েছে। ল্যাবরেটরি সুবিধা, নজরদারি ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষজ্ঞ দলকে সতর্ক রাখা হয়েছে। প্রয়োজনে এই দল দ্রুত রাজ্যে এসে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করবে। সংক্রমণ যাতে না ছড়ায় সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Rose Valley কাণ্ডে বড় মোড়! সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ED, ফরেন্সিক অডিটে আর বাধা নয়

এই ঘটনায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে স্বাস্থ্য বিষয়ে একটি ইতিবাচক সহযোগিতার ছবি দেখা যাচ্ছে, যা অতীতের বিভিন্ন রাজনৈতিক বিতর্কের মধ্যে দৃষ্টান্তস্থল হতে পারে। করোনা মহামারীর সময় সহযোগিতা নিয়ে উত্তেজনার ইতিহাস থাকলেও, নিপা সংক্রমণের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত প্রতিক্রিয়া ও সহায়তার আশ্বাস একটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন সকলের নজর রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় কীভাবে এই স্বাস্থ্যঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সেই দিকে।