বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরে বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা। এরই মধ্যে কাশ্মীরের শিল্পায়নে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরে প্রথম শিল্প সম্মেলন হবে ভারতের মূল পর্যটন আকর্ষণ কাশ্মীরে।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রধান সচিব এনকে চৌধুরী বলেন, ‘আগামী ১২ অক্টোবর শিল্প সম্মেলন শুরু হবে শ্রীনগরে। অনেক নামিদামি শিল্পপতিরা উপস্থিত থাকবেন এই সম্মেলনে। ১৪ অক্টোবর জম্মুতে শেষ হবে এই সম্মেলন।’ তবে এই আনন্দানুষ্ঠানে কারা কারা হাজির থাকবেন তাদের নাম এখনো জানা যায়নি। সম্মেলনে ২০০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, এই শিল্প সম্মেলনে আলোচনাসভার পাশে কর্মশালারও আয়োজন করা হবে। কাটরার মতো শহরেও কর্মশালার আয়োজন হবে। বিশেষ নজর দেওয়া হবে উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, চলচ্চিত্র ধারণ, ফসল সংগ্রহ, পর্যটন, তথ্য ও প্রযুক্তি, হস্তশিল্প ও কারুশিল্প ও স্বাস্থ্য ক্ষেত্রে।