চাকরির খবর! সাত লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার

বাংলা হান্ট ডেস্ক : দেশে বেকারত্বের হার কমানোর জন্য চলতি বছরের বাজেট ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারের তরফে কর্মী নিয়োগের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছিল। তাই এ বার শীঘ্রই কেন্দ্রের বিভিন্ন দফতরে শূন্য পদের জন্য নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন পদে শূন্য পদের কথা মাথায় রেখে এবং কাজের গতিবেগ বাড়াতে বৃহস্পতিবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। হিসেবের নিরিখে দেখা গেছে গত বছর 1 মার্চ অবধি গ্রুপ এ বি সি মিলিয়ে মোট 6,83,823 টি শূন্যপদ ছিল।JobSites.Feat 1

যদিও ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জানা গিয়েছে স্টাফ সিলেকশন কমিশনের 1,05,338 টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় রেল বোর্ডের তরফে 1,27,573 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। অন্যদিকে গ্রুপ সি ও বিভিন্ন ডাক বিভাগে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও এসএসসি আর আরবি ও বিভিন্ন দফতরের মোট 4,08,591 শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

নিয়োগ প্রক্রিয়ার সময় কমাতে ইতিমধ্যে রিক্রুটমেন্ট এজেন্সি কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে। আসলে যে ভাবে প্রতি বছর শূন্য পদের সংখ্যা বাড়ছে কিন্তু তার তুলনায় নিয়োগ হচ্ছে না এমনটাই অভিযোগ চলে আসছে দীর্ঘদিন ধরে। তাই দেশের কর্মসংস্থান নিয়ে ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, বিরোধীদের জবাব দিতে বৃহস্পতিবার তাই লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ কেন্দ্রের কর্মসংস্থানের হিসেব তুলে ধরেছেন।

সম্পর্কিত খবর