বাংলাহান্ট ডেস্ক: অ্যান্ড্রয়েড (Android Mobile Phones) ইউজারদের সতর্ক করে দিল কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা। হ্যাকারের কবলে পড়তে পারে দেশের লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড ফোন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একাধিক ত্রুটি ধরা পড়েছে এবং সেগুলোর সুযোগ নিয়ে দূর থেকে আক্রমণ চালানো হতে পারে।
অ্যান্ড্রয়েড (Android Mobile Phones) ইউজারদের সতর্কবার্তা কেন্দ্রের
সংস্থার সতর্কতায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েড (Android Mobile Phones) ১৩, ১৪, ১৫ ও ১৬ — এই চারটি ভার্সন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। যার ফলে ওই ভার্সন ব্যবহারকারী ফোনগুলোতে ডেটার অননুমোদিত অ্যাক্সেস, ম্যালওয়্যার ইনজেকশন বা সিস্টেম ক্র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। CERT-In জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা আপডেট না নিলে ব্যবহারকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
সমাধান হিসেবে কেন্দ্রীয় সংস্থা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা একই পরামর্শ দিচ্ছেন—গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড (Android Mobile Phones) সিকিউরিটি প্যাচটি ইন্সটল করা। ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ফোনের সেটিংস-এ গিয়ে আপডেট চেক করুন এবং মেলে গেলে তা ডাউনলোড ও ইনস্টল করে নিন। ভবিষ্যতে সুরক্ষিত থাকতে অটোমেটিক আপডেট সক্রিয় করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া প্লে স্টোরের বাইরের উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা, অজানা লিংকে ক্লিক না করা ও প্লে প্রটেক্ট সক্ষম রাখাসহ সাধারণ সাইবার হাইজিন মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন:রেজিস্ট্রেশন মানেই মালিকানা নয়! স্থাবর সম্পত্তি নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট
এর আগে আগস্টে একটি বড় ঘটনার কথা স্মরণ করিয়েছিল CERT-In—তৎপর কিছু হ্যাকার গোষ্ঠী বহু গুগল জিমেইল ইউজারের অ্যাক্সেস হ্যাক করেছিল এবং অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড পুনরায় সেট করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর টু-স্টেপ ভেরিফিকেশন (দুইধাপ যাচাইকরণ) চালু করার পরামর্শ আরও বেশি করে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা বলেন, টু-স্টেপ ভেরিফিকেশন হলো অ্যান্ড্রয়েড (Android Mobile Phones) ইউজারদের ডিজিটাল অ্যাকাউন্টে একটি অতিরিক্ত নিরাপত্তার স্তর—পাসওয়ার্ড হাতিয়ে নিলেও হ্যাকারদের কাছে সেই দ্বিতীয় কোড না থাকলে লগইন সম্ভব হবে না।
CERT-In-এর সতর্কবার্তাকে গুরুত্ব দিতে কেন্দ্রীয় ও রাজ্য সংবাদমাধ্যম, মোবাইল নির্মাতা ও অপারেটরদের ফোন ব্যবহারকারীদের দ্রুত আপডেট গ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য জোর দেওয়ার আহ্বান করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ: যত দ্রুত সম্ভব আপনার অ্যান্ড্রয়েড (Android Mobile Phones) ডিভাইস আপডেট করুন, অটোমেটিক সিকিউরিটি আপডেট চালু রাখুন এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দুইধাপ যাচাইকরণ সক্রিয় করুন—এই তিনটি পদক্ষেপেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।












