বাংলা হান্ট ডেস্ক : কেটে গেছে ২২ ঘণ্টা। এর পরও বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। মুর্শিদাবাদে এই অভিযান চলার সময়ই ল পয়লা বৈশাখের সকালে বীরভূমের নলহাটিতে (Nalhati) তৃণমূল নেতা বিভাস অধিকারীর (Bibhas Adhikari) বাড়ি ও আশ্রমে হানা দিল সিবিআইয়ের (CBI) দু’টি টিম।
এর আগে বিভাস অধিকারীর উত্তর কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার সোজা নলহাটিতেই পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির তদন্তে বিভাসের যে নাম রয়েছে তা আগেই জানা গিয়েছিল। বিভাস ছিলেন নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডলের সঙ্গে বিভাসের ঘনিষ্ঠতা জানেন সকলেই।
এদিকে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে নথি মিলেছে। যা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ বলে মনে করছেন কেন্দ্রীশ আধিকারিকরা। শুধু তাই নয়, তদন্তে নেমে এই বিধায়কের নাম তাঁদের হাতে আসে। বিভিন্ন জনের মুখে তৃণমূল বিধায়কের নাম ওঠার দাবি সিবিআই সূত্রে। তল্লাশি করে এখান থেকে প্রার্থীদের তালিকা, টাকা নেওয়ার নথি মিলেছে বলে দাবি সিবিআই-এর।
টানা ১০ ঘণ্টা ধরে সিবিআই অফিসাররা তল্লাশি চালান তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই অফিসাররা হানা দেন এই বিধায়কের বাড়িতে। মুর্শিদাবাদের আন্দিতে এই বিধায়কের বাড়ি। আর সেখানেই হানা দিয়ে নানা গুরুত্বপূর্ণ নথি পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা বলে সূত্রের খবর। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ১৫ জন গোয়েন্দা তল্লাশি চালান।
তবে শুধু এখানেই নয়, মুর্শিদাবাদ–বীরভূমের ৬টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। কাকতালীয়ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বীরভূমে সভা করেছেন। এদিকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়েকর বাড়ি, অফিস ছাড়াও আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এখানেই বিধায়ক জীবনকৃষ্ণ দাসের বাড়ি থেকে কিছু নথি মিলেছে। যা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।