বাংলা হান্ট ডেস্ক: বাঁকুড়া বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ (Subhas Sarkar) সরকারকে পার্টি অফিসের ভিতরে আটকে রাখলেন বিজেপি কর্মীরাই। ঘণ্টাখানেক তালাবন্দি থাকার পর অবশেষে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে।
মঙ্গলবার নিজের দলের সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে (Bankura) বৈঠক চলাকালীন আচমকাই সেখানে হাজির হন বিজেপির (BJP) বেশ কয়েকজন কর্মী। ওই বিজেপি পার্টি অফিসে তালা মেরে আটকে রাখা হয় সুভাষ সরকার-সহ অন্যান্যদের। যার জেরে বিজেপি জেলা কার্যালয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকেও মারধর এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, অনুগামীদের দিয়ে দল চালাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কাছের লোকদের পদ পাইয়ে দিচ্ছেন। যার ফলে এতদিন ধরে গড়ে তোলা সংগঠন ধরে রাখা যাচ্ছে না। দলে যোগ্য সম্মান পাচ্ছেন না অনেক নেতা-কর্মী। যে কর্মীরা খারাপ সময়ে তৃণমূল (TMC) এবং সিপিএমের (CPIM) বিরুদ্ধে লড়াই করে সংগঠন তৈরি করেছেন, এখন তাঁরাই সুভাষ সরকারের কাছে ব্রাত্য। স্বেচ্ছাচারিতা করে দলের সংগঠন নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
সুভাষ সরকারের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত না পাওয়া গেলেও ওই জেলা সভাপতির দাবি, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা বিজেপির কেউই নন। তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের উস্কানিতেই এহেন কাণ্ড ঘটিয়েছেন বিক্ষোভকারীরা। তবে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র অস্বস্তিতে রাজ্য বিজেপি। উল্লেখ্য, এর আগেও একাধিকবার সুভাষ সরকার স্থানীয়দের বিক্ষোভে মুখে পড়েছেন। এবার খোদ দলের কর্মীদেরই ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ।