মুখ পুড়ল রাজ্য বিজেপির! আবাস যোজনায় দুর্নীতি হয়নি, চিঠি পাঠিয়ে সাফ জানাল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ আবাস দুর্নীতি (Awas Corruption)! কিছুদিন আগে পর্যন্ত এই ইস্যুতেই তোলপাড় ছিল বঙ্গ। বিপুল পরিমান দুর্নীতি হয়েছে কেন্দ্রের আবাস যোজনায়। এমনটাই দাবি ছিল, রাজ্যের প্রধান বিরোধী দলের সদস্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ-বিজেপির একাধিক নেতার। সেই দুর্নীতির তদন্ত করতে রাতারাতি নয়াদিল্লি থেকে উড়ান করে রাজ্যে পৌঁছেছিল কেন্দ্রীয় পরিদর্শক দল। সেই নিয়েও বেশ চর্চা হয়েছিল সর্বত্র।

তবে এরই মধ্যে সামনে এল আরেক তথ্য। কেন্দ্রীয় (Central) গ্রামোন্নয়ন মন্ত্রক তরফে রাজ্যকে চিঠি (Letter) দিয়ে জানানো হল, আবাস প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কেউ ঘুষ বা কাটমানি চেয়েছিলেন, তদন্তের পর এমন কোনো অভিযোগ রাজ্যের কোনো প্রান্ত থেকে উঠে আসেনি। অন্যদিকে, রাজ্যের বিরুদ্ধে এতদিন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে টাকাও নাকি আটকে রেখেছিল কেন্দ্র।

   

সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই চিঠিটি লিখেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব। প্রসঙ্গত, কিছুদিন আগে দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রের দল। তারপরই তাদের পেশ করা রিপোর্টের ভিত্তিতেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব এই চিঠি পাঠিয়েছেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, কেন্দ্রের পাঠানো সেই চিঠিতে সাতটি জেলার কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এক জায়গায় অভিযোগ ছিল, সেখানে একটি বাড়িটি নাকি আগেই তৈরি হয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় টিম সেই ঠিকানায় গিয়ে কোনও বাড়ি দেখতে পায়নি। এরপরেই পরিদর্শক দলের পর্যবেক্ষণ, জেলায় প্রায় সব বাড়ির অনুমোদন, বা তা বাতিলের প্রক্রিয়া নিয়মমাফিক হয়েছে।

pmay

অন্যদিকে মুর্শিদাবাদ, দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর থেকেও যেসব ভুরিভুরি অভিযোগ উঠে এসেছিল তদন্তের পর দেখা গিয়েছে সেসবের পরিমান খুব সামান্যই। ছোটখাট অনিয়ম বা পদ্ধতিগত ত্রুটি ব্যাতিত কোনও দুর্নীতির সেরম হদিশ মেলেনি বলেই জানানো হয়েছে। এদিনের কেন্দ্রের দফতর থেকে আসা এই চিঠির পর বঙ্গ বিজেপি বাহিনীর অভিযোগ কার্যত মুখ থুবড়ে পড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর