বাংলা হান্ট ডেস্কঃ ভারতের আয়কর আইন ১৯৬১-তে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসদে একটি নতুন আয়কর বিল (Income Tax Bill) পেশ করেছিল। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যে, অগস্টে এসে সেই বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল কারণ ছিল বিলে প্রস্তাবিত পরিবর্তনগুলিকে আরও পরিশোধিত করে বিভ্রান্তি এড়ানো এবং সংসদে নতুন সংস্করণ উপস্থাপন করা।
৬ মাসের মধ্যে প্রত্যাহার আয়কর বিল (Income Tax Bill)
ফেব্রুয়ারিতে সংসদে পেশের পর আয়কর বিলটি (Income Tax Bill) পাঠানো হয়েছিল সিলেকশন কমিটির কাছে। বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন এই কমিটি বিলটি বিস্তারিতভাবে খতিয়ে দেখে মোট ২৮৫টি পরিবর্তনের সুপারিশ করে। প্রায় ৪,৫০০ পৃষ্ঠার এই রিপোর্ট সংসদে পেশ হয় গত ২১ জুলাই। তবে, সেই সুপারিশগুলির মধ্যে কতগুলি গৃহীত হয়েছে, তা এখনো প্রকাশ করেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
সরকারের দাবি, পুরনো খসড়ার পাশাপাশি নতুন সংশোধিত খসড়া থাকলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই আগে প্রস্তাবিত বিলটি (Income Tax Bill) প্রত্যাহার করা হচ্ছে। অর্থমন্ত্রক জানিয়েছে, আগামী সোমবার, ১১ আগস্ট, সংসদে এই বিলের সংশোধিত সংস্করণ উপস্থাপন করা হবে। এরপরেই শুরু হবে এ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা।
আরও পড়ুনঃ টালবাহানার মাঝেই সুখবর! ৩% DA বাড়ছে সরকারি কর্মীদের
বিল (Income Tax Bill) প্রত্যাহারের এই পদক্ষেপ মূলত স্বচ্ছতা বজায় রাখা এবং সংসদীয় আলোচনায় বিভ্রান্তি এড়ানোর জন্য। এখন নজর থাকবে, নতুন সংস্করণে ঠিক কোন কোন পরিবর্তন অন্তর্ভুক্ত হয় এবং তা দেশের কর কাঠামোয় কতটা প্রভাব ফেলতে পারে।