বাংলা হান্ট ডেস্কঃ সংসদে বাজেট অধিবেশন নিয়ে হওয়ার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক আন্দোলন নিয়ে বড় বয়ান দেন। প্রাপ্ত খব্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত দলের নেতাদের বলেছেন যে, কৃষক আর সরকারের মধ্যে আলোচনার রাস্তা সবসময় খোলা থাকবে। উনি বলেন, সরকার আর কৃষকদের মধ্যে কোনও সমাধান না হলেও আমরা কৃষকদের সামনে বিকল্প রাস্তা রেখেছি। তাঁরা সেটা নিয়ে চর্চা করুক। কৃষক আর আমার মধ্যে শুধু একটি ফোন কলের দূরত্ব আছে মাত্র।
সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকার সমস্ত ইস্যু নিয়ে চর্চা করতে প্রস্তুত। আর এই চর্চায় সমস্ত বিষয়েই আলোচনা হবে আর সমস্ত দল গুলোকে বলার সুযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের যেই অফার দিয়েছিলেন, সেটি এখনো আছে। কৃষকদের সাথে কথা বলার জন্য সরকার সবসময় প্রস্তুত।
সর্বদলীয় বৈঠক নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, ‘আজ সর্বদলীয় বৈঠকে ১৮ টি দল অংশ নিয়েছিল আর কৃষক এবং কৃষি আইন নিয়ে চর্চা হয়। আলোচনায় ছোট দল গুলোকে বেশি সময় দেওয়া নিয়ে সহমত হয়েছে সবাই, আর বড় দল গুলোকে আলোচনায় ব্যাঘাত না ফেলার আবেদন করা হয়েছে।”
এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি, অর্জুন মেঘবাল আর পি মুরলিধরণ ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়েছিলেন। এই মিটিংয়ে বাজেট অধিবেশন বিনা ব্যঘাতে চলা আর রাষ্ট্রপতির সম্বোধন নিয়ে চর্চায় সমস্ত বিরোধী দল অংশ নেওয়ার ইস্যুতে আলোচনা হয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার