উৎসবের মরশুমে বড় ঘোষণা কেন্দ্রের, রেল কর্মীদের দেওয়া হবে ৭৮ দিনের বোনাস, কারা কারা পাবেন?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমেই রেলকর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের প্রায় ১০.৯০ লক্ষ কর্মচারীকে বোনাস (Rail Workers Bonus) দেওয়া হবে। দিওয়ালির উপহার হিসাবে এই বোনাস দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে খরচ হবে প্রায় ১ হাজার ৮৬৬ কোটি টাকা।

কারা কারা বোনাস (Rail Workers Bonus) পাবে?

সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, PLB বা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় এই বোনাস (Rail Workers Bonus) দেওয়া হবে। অর্থাৎ কর্মীদের কাজ ও পারফরম্যান্সের ভিত্তিতেই এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। রেলের নন-গেজেটেড কর্মীরা যেমন লোকো পাইলট, ট্রেন ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইসর, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেনার এবং অন্যান্য কর্মীরা এই বোনাস পাবেন।

এর আগে গত বছরও একইভাবে বোনাস (Rail Workers Bonus) ঘোষণা করেছিল কেন্দ্র। ২০২৩ সালের ৩ অক্টোবর কেন্দ্রীয় ক্যাবিনেট ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস ঘোষণা করেছিল। তাতে প্রায় ১১ লক্ষ ৭২ হাজারেরও বেশি কর্মী উপকৃত হয়েছিলেন। সেবার সরকারের খরচ হয়েছিল ২ হাজার ২৯ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই বোনাস (Rail Workers Bonus) একদিকে কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে, অন্যদিকে তাদের ক্রয়ক্ষমতাও বাড়াবে। ইতিমধ্যেই দেশের বাজারে গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি স্ল্যাব। ফলে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বহু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। তার মধ্যে আবার উৎসবের সময় বোনাস পাওয়ায় সাধারণ রেলকর্মীর পরিবারের বাজেটও অনেকটাই হালকা হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে ১১ জনের মৃত্যু, CESC-কে জবাবদিহির নির্দেশ হাই কোর্টের

বোনাসের (Rail Workers Bonus) ঘোষণার পাশাপাশি এদিন অশ্বিনী বৈষ্ণব আরও জানান যে, কেন্দ্র ভারতের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক খাতে ৬৯,৭২৫ কোটি টাকার সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে। এছাড়া বিহারে প্রায় ১০৪ কিলোমিটার রেললাইন দ্বিগুণ করার অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার জন্য খরচ হবে ২ হাজার ১৯২ কোটি টাকা।