রাজ্যের GST বকেয়া ৬৫৯১ কোটি টাকা মেটাল কেন্দ্র, এবার DA নিয়ে আশায় বুক বাঁধছে সরকারি কর্মীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জিএসটি সমেত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যগুলি অনেক বকেয়া টাকা পাওনা ছিল। এদিন সেই বকেয়া পাওনার পুরোটাই মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির বকেয়া পাওনা মেটাতে ৮৬ হাজার ৯১২ কোটি টাকা মঞ্জুর করেছে নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যেই জিএসটি বাবদ মাসিক কিস্তির বকেয়া পাওনার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির পাওনা টাকা আছে।

সূত্রের খবর, এই মোট টাকার মধ্যে ৬১ হাজার ৯১২ কোটি টাকা হল ফেব্রুয়ারি থেকে জিএসটি খাতে মাসিক কিস্তির বকেয়া। বাকি ২৫ হাজার কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ। জিএসটি চালুর সময়ই কেন্দ্র কথা দিয়েছিল, রাজ্যগুলির নিজস্ব রাজস্ব আদায়ে ঘাটতি পাঁচ বছর পর্যন্ত মিটিয়ে দেবে কেন্দ্র। এবছর জুন মাসে সেই পাঁচ বছরের সময়সীমা শেষ হয়ে যাবে। তবে অনেক রাজ্য সময়সীমা বাড়ানোর দাবি করেছিল।

এদিকে, জিএসটি খাতে রাজ্য টাকা পাবে শুনে রাজ্য সরকারি কর্মচারী মহলে জল্পনা শুরু হয়েছে। তারা মনে করছেন এবার কি তাহলে বকেয়া টাকা নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবে নবান্ন? যদিও নবান্নের কিছু জন বলেই এই টাকা মোটেই অতিরিক্ত নয়। এই টাকা হাতে এলে পুরো বকেয়া পাওনা মেটাতেই খরচ হয়ে যাবে। আগেই কেন্দ্রর এই অর্থ দেওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময়ে টাকা দিতে না পারায় রাজ্য সরকারকে ধারকর্জ করে এবং পাওনা না মিটিয়ে দিন পার করতে হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X