লোকসভার আগেই ধামাকা! বাংলাকে ১০,৬৯২ কোটি টাকা দিল কেন্দ্র সরকার, শীঘ্রই DA মেটাবে মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। এই আবহে রাজ্যকে (West Bengal) বড়সড় উপহার দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার বাংলার ভাণ্ডারে একলপ্তে ১০,৬৯২ কোটি টাকা দিল কেন্দ্র। যেই রাজ্যের সরকার সর্বদা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব এবার সেই মমতার বাংলাকেই বড় অঙ্কের টাকা দিল মোদী সরকার। তবে হঠাৎ কোন খাতে এত টাকা এল? তবে কী ডিএ (Dearness Allowance) বা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মেটানোর জন্য টাকা দেওয়া হল?

জানিয়ে রাখি, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, কর সংক্রান্ত খাতে দেশের ২৮টি রাজ্যকে মোট ১,৪২,১২২ কোটি টাকা দেওয়া হয়েছে। যার মধ্যে থেকে বাংলা পেয়েছে ১০,৬৯২ কোটি টাকা। বরাদ্দের নিরিখে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে প্রথম স্থানে কে? চলুন সেই হিসেবও দেখে নেওয়া যাক।

প্রাপ্ত তথ্য অনুসারে, ২৮টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি বরাদ্দ জুটেছে উত্তরপ্রদেশের কপালে। পেয়েছে ২৫,৪৯৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বিহার। পেয়েছে ১৪,২৯৫ কোটি টাকা। আর তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। পেয়েছে ১১,১৫৭ কোটি টাকা। আর তারপরই রয়েছে বঙ্গ।

এই বিষয়ে কেন্দ্রীয় অর্থ নির্মলা সীতারামন বলেন, বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য রাজ্য সরকারকে আরও সুযোগ গড়ে দিতে ১,৪২,১২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একেই সামনে লোকসভা নির্বাচন, ওদিকে দিনদিন আরও তিক্ত হয়ে উঠছে কেন্দ্র-রাজ্য সম্পর্ক। একশো দিনের টাকা, আবাস যোজনা সহ একাধিক খাতে বকেয়া মেটানোর দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার।

modi mamata money

আরও পড়ুন: ‘ওই ঘরের ভিতরে ঢুকতেই, ঘণ্টার পর ঘণ্টা…’, ভোটের দিন কী চলত সন্দেশখালিতে? শুনলে শিউরে উঠবেন

রাজ্য সরকারের দাবি, এক লাখ কোটি টাকার বেশি আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বঞ্চনার অভিযোগ তুলেও সুরাহা না হওয়ায় ইতিমধ্যেই ১০০ দিনের কাজের টাকা নিজের কোষাগার থেকেই মেটাতে শুরু করেছে রাজ্য। ওদিকে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবি তুলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। তবে এই আবহে কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থ রাজ্য সরকার কোন খাতে খরচ করবে, তা অবশ্য এখনও জানানো হয়নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর