বড় খবর দেশবাসীর জন্য! সাড়ে ৯ টাকা দাম কমল পেট্রোলের, ডিজেল কমল ৭ টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সমগ্র দেশবাসীকে স্বস্তি দিয়ে এদিন একটি বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। পেট্রোল-ডিজেলের দাম যখন মানুষের ধরাছোঁয়ার বাইরে হয়ে গিয়েছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে এদিন তার দাম বেশ কিছুটা কমালো মোদি সরকার। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে গোটা দেশবাসীর উদ্দেশ্যে এই খবরটি দেন।

টুইট মারফত জানা গিয়েছে যে, প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ বাবদ যথাক্রমে 8 টাকা এবং 6 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ সবমিলিয়ে পেট্রোলের দাম 9.5 টাকা প্রতি লিটার কমবে, যেখানে ডিজেলের দাম কমতে চলেছে 7 টাকা প্রতি লিটার।

এদিন নির্মলা সীতারমন লেখেন, “আমরা পেট্রোলে এক্সাইজ বাবদ প্রতি লিটারে 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটারে 6 টাকা কমিয়ে দিচ্ছি। এতে পেট্রোলের দাম প্রতি লিটারে 9.5 টাকা এবং ডিজেল প্রতি লিটারে 7 টাকা কমবে। এটি সরকারের রাজস্বের ওপর বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রভাব ফেলবে।”

এছাড়াও তিনি জানান, ” PMO INDIA বিশেষভাবে সরকারের অন্তর্গত সকলকে সংবেদনশীলতার সাথে কাজ করার এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। গরিব ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্য নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি বজায় রেখে আজ আমরা দেশবাসীর সাহায্য করার জন্য আরও একটি  পদক্ষেপ নিলাম।

বলে রাখা ভালো, বেশ কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম যে হারে বৃদ্ধি পেয়ে চলেছিল, তাতে পকেটে টান পড়েছিলো সাধারণ মানুষের। গত বছর জ্বালানি বাবদ কর কমালেও তাতে খুব একটা সুরাহা হয়নি কারোরই। তবে এদিনকার কেন্দ্র সরকারের এই ঘোষণা দেশের সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলেই মত বিশেষজ্ঞদের।

X