বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ভোট প্রস্তুতি ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ থেকে শুরু করে বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র তৈরির পরিকল্পনা, দুটো বিষয়েই তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর ভূমিকাও নিয়ে। আর দিনের বিকেলেই সাংবাদিকদের সামনে এসে জবাব দেন সিইও মনোজ আগরওয়াল (CEO on Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর চিঠিতে কী কী অভিযোগ?
সোমবার দুপুরে কমিশনে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জরুরি বিষয় তুলে ধরেন। বিষয় দুটি হল-
১. ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ –
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনের তরফে আগেই জেলা নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছিল যে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো যাবে না। এমনকি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদেরও এই কাজে ব্যবহার করতে অনীহা ছিল কমিশনের। তারপরেও কীভাবে রাজ্যের সিইও ১,০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের টেন্ডার পাশ করলেন, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশঙ্কা এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক দলের স্বার্থে নেওয়া হয়েছে।
২. বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র –
চিঠিতে আরেকটি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন নাকি বেসরকারি আবাসনগুলিতে ভোটকেন্দ্র তৈরির কথা ভাবছে। এই প্রসঙ্গে মমতা প্রশ্ন তুলে বলেন,
“এটা কীভাবে সম্ভব? ভোটকেন্দ্র হওয়া উচিত সরকারি বা আধা-সরকারি জায়গায়।”
সিইও মনোজ আগরওয়াল জবাবে কী বললেন (CEO on Mamata Banerjee)?
মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিতে বিকেলেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল (CEO on Mamata Banerjee)। বেশ কিছু প্রশ্নে তিনি স্পষ্ট করে দেন যে, এই সিদ্ধান্তগুলি তাঁর একার হাতে নয়। এগুলো কমিশনের সিদ্ধান্ত। মমতার প্রশ্নের আরও যে উত্তরগুলি মনোজ আগরওয়াল দিয়েছেন সেগুলি হল –
- ভোটকেন্দ্র বেসরকারি আবাসনে করার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সিইও। শুধু জানান, “এগুলো কমিশনের নীতি নির্ধারণের বিষয়, সিইও-র ক্ষমতায় পড়ে না।”
- ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে সাফ ব্যাখ্যা দিয়ে সিইও বলেন, “কমিশন বহু আগেই জানিয়েছিল চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচন কাজে ব্যবহার করা যাবে না।”

আরও পড়ুনঃ সীমান্তে নাকি ২০০ অনুপ্রবেশকারীর ভিড়! বাস্তব নাকি গুজব? সরেজমিনে খতিয়ে দেখতে হাকিমপুরে রাজ্যপাল
সিইও মনোজ আগরওয়াল আরও জানান, এই প্রক্রিয়া প্রথম নয়, বিহারেও ঠিক একইভাবে টেন্ডার দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল, সেই মডেলই এখন বাংলায়ও অনুসরণ করা হচ্ছে (CEO on Mamata Banerjee)।












