বাংলাহান্ট ডেস্ক : বাংলায় এসআইআর (SIR) এর নির্ঘন্ট ঘোষণার পরেই ভোটার তালিকায় নাম খুঁজতে পড়ে গিয়েছে হুড়োহুড়ি। এমতাবস্থায় বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পুরনো ওয়েবসাইট বাতিল হয়েছে। তার জায়গায় চালু হয়েছে নতুন ওয়েবসাইট। আর এই নতুন ওয়েবসাইটেই মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা।
এসআইআর (SIR) এর আগেই বাংলায় সিইও দফতরের ওয়েবসাইট বদল
উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট নিয়ে অভিযোগ রয়েছেই। গত ২৭ অক্টোবর , সোমবার এসআইআর (SIR) ঘোষণা করা হয় রাজ্যে। তার পরদিন থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েঞ ওয়েবসাইটটি। এদিকে এসআইআর (SIR) ঘোষণার সঙ্গে সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার উপরেও জোর দেওয়া হচ্ছিল। তাই সকলেই ওই বছরের ভোটার তালিকা দেখার জন্য তাড়াহুড়ো পড়েছিল। এদিকে ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে পড়ায় তৈরি হয় ক্ষোভ।

নতুন সাইটে মিলবে ভোটার তালিকা: পরিস্থিতি সামাল দিতে তাই নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে। https://ceowestbengal.wb.gov.in/। এই ওয়েবসাইটেই ২০০২ সালের ভোটার তালিকা মিলবে বলে খবর দফতর সূত্রে। পাশাপাশি এসআইআর (SIR) সংক্রান্ত সমস্ত কাজকর্মও এই ওয়েবসাইটেই হবে বলে খবর।
আরও পড়ুন : জাতিসংঘে ফের এক বাঙালি, ভারতের প্রতিনিধি হিসেবে সাধারণ পরিষদে বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
কীভাবে দেখা যাবে ভোটার তালিকা: বাংলার সিইও দফতরের ওয়েবসাইটে ক্লিক করলেই মোবাইল বা কম্পিউটারে খুলবে সেখানে রাজ্যের সব জেলার নাম লেখা থাকবে। এবার সংশ্লিষ্ট ব্যক্তি বা তার বাবা মা ২৩ বছর আগে যে জেলার ভোটার (SIR) ছিলেন, সেই জেলার নামের উপরে ক্লিক করতে হবে। তারপরেই খুলে যাবে সংশ্লিষ্ট জেলাগুলির বিধানসভার নাম। সংশ্লিষ্ট ব্যক্তি বা তার বাবা মা যে বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন, তার নামে ক্লিক করলেই খুলে যাবে ভোটকেন্দ্রগুলির নাম।
আরও পড়ুন : ‘পরিণীতা’কে জোর টক্কর, ‘পরশুরাম’কে পেছনে ফেলে নয়া বেঙ্গল টপার এই মেগা!
এরপর সংশ্লিষ্ট কেন্দ্রের নামে ক্লিক করলেই ভোটার তালিকা দেখা যাবে। তবে কোনও কোনও ভোটকেন্দ্রে একাধিক বুথ থাকতে পারে। আগের বুথ মনে থাকলে সেই তালিকা সহজেই খুঁজে পাওয়া যাবে। নয়তো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রতিটি কক্ষের তালিকাই মিলিয়ে দেখতে হবে।













