দলে ফিরেই বাজিমাত! T-20 ক্রিকেটে বিশেষ রেকর্ডের মালিক হলেন চাহাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে লখনউয়ের মাঠে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার ভারত। গতকাল ম্যাচ শেষ হওয়ার পর লখনউয়ের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। ব্যাটিংয়ের জন্য পিচটি একেবারেই যোগ্য ছিল না। যার জন্য টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ৯৯ রান তুলেও ম্যাচ নিয়ে গিয়েছিল ভারতীয় ইনিংসের শেষ ওভার অবধি।

কাল ভারতীয় দল তিনজন নিয়মিত স্পিনারকে নিয়ে মাঠে নেমেছিল। দুজন নিয়মিত পেসারকে দিয়ে মাত্র তিন ওভার বল করিয়েছিলেন হার্দিক। সেইসঙ্গে নিজেও চার ওভার হাত ঘুরিয়েছিলেন। বাকি ১৩ ওভার জুড়ে চলে স্পিনারদের জয়জয়কার। নিউজিল্যান্ডের কোন ক্রিকেটারই ঠিকঠাক ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নিজেদের হাত খুলতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার।

কাল ভারতীয় দলে ফিরেছিলেন যুজবেন্দ্র চাহাল। প্রথম ম্যাচে তাকে না খেলে নয় ভালই ভুগতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচে তাকে দলে ফেরাতেই বাজিমাত করেন ভারতীয় লেগ স্পিনার। নিউজিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কাটা তিনিই দেন কাল। যদিও কাল তাকে দিয়ে মাত্র দুই ওভারই বল করিয়েছিলেন ভারতীয় অধিনায়ক হার্দিক।

chahal kuldeep

কাল নিজের ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছিলেন চাহাল এবং ফিন অ্যালেনের সেই উইকেটটি তোলা মাত্র তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ফরম‍্যাটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকে পরিণত হন। তিনি পেছনে ফেলে দিয়েছেন ভুবনেশ্বর কুমারকে। এই মুহূর্তে চাহালের ক্ষুদ্রতম ফরমেটে আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯১।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ভারতীয় উইকেটসংগ্রাহক:

● যুজবেন্দ্র চাহাল (৯১)
● ভুবনেশ্বর কুমার (৯০)
● রবি অশ্বিন (৭২)
● যশপ্রীত বুমরা (৭০)
● হার্দিক পান্ডিয়া (৬৫)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর