বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস লিখলেন শিখর ধাওয়ানরা। প্রথম সফরকারী ভারতীয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ক্লিন সুইপ করে ওডিআই সিরিজ জিতল ভারতীয় দল। চাহাল, শার্দুল ঠাকুরদের দুর্দান্ত বোলিংয়ের দৌলতে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ‘ডার্কওয়ার্থ-লুইস’ নিয়মে ১১৯ রানের ব্যবধানে হারালো ভারতীয় দল।
এর আগে কপিল দেব থেকে শুরু করে সৌরভ, ধোনি, কোহলি সকলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করেছিলেন কিন্তু কেউই প্রত্যেকটি ওডিআই ম্যাচ জিতে সিরিজ জিততে পারেননি। প্রথমবার সেই কাজটা করে দেখালেন অধিনায়ক শিখর ধাওয়ানের ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেন নিকোলাস পুরানরা।
কাল ভারতীয় দলের হয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন শুভমান গিল। ব্যাট হাতে ৯৮ বলে ৯৮ রান করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। কিন্তু তিনি ছাড়াও আরো একজন এমন ভারতীয় দলে ছিলেন যাকে এই ম্যাচ জয়ের জন্য অনেকটাই কৃতিত্ব দেওয়া উচিত। এই ক্রিকেটার হলেন ভারতের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন ভারতীয় বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়া লজ্জাজনক রেকর্ড করেছিলেন তিনি। কিন্তু কাল মাত্র ৪ ওভার বোলিং করে ওয়েস্টইন্ডিজ মিডল অর্ডারে নামালেন চাহাল। চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজের যাবতীয় জয়ের আশা শেষ করে দিয়েছিলেন তিনি।
দ্বিতীয় ম্যাচের লজ্জার রেকর্ড ভুলিয়ে কাল একটি গৌরবজনক রেকর্ড গড়েছেন চাহাল। কাল নেওয়া ৪ উইকেট ছিল তার কেরিয়ারের সপ্তম বার একটি ওডিআই ম্যাচে চার উইকেট নেওয়ার কীর্তি। কাল তিনি ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে এই তালিকায় পেছনে ফেলে দিয়েছেন। মূলত ব্যাটার হলেও সচিন টেন্ডুলকার নিজের বোলিংয়েও এককালে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তিনি নিজের আন্তর্জাতিক ওডিআই কেরিয়ারে মোট ছয়বার এক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। কাল তাকে টপকে গিয়েছেন চাহাল। তবে ওডিআই ম্যাচে কোন ভারতীয় বোলারের এক ম্যাচে চার উইকেট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। তিনি নিজের ওডিআই কেরিয়ারে দশবার একটি ওডিআই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। তারপরেই রয়েছেন রবীন্দ্র জাদেজা যিনি তার কেরিয়ারে মোট আটবার চার বা তার বেশি উইকেট নিয়েছেন একটি ওডিআই ম্যাচে।চাহাল এই তালিকায় রয়েছেন তিন নম্বরে।