দীর্ঘদিন দলের বাইরে রেখেছিল কোহলি, রোহিতের অধিনায়কত্বে সুযোগ পেতেই দেখাল ক্ষমতা

বাংলা হান্ট ডেস্কঃ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলার সুযোগ পাননি। চলতি বছরের আইপিএলের দ্বিতীয় ভাগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন যজুবেন্দ্র চাহাল। তার স্পিনের ভেলকিতে নাকানি-চোবানি খেয়েছিলেন বিপক্ষ দলের ব্যাটাররা। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে সেই দুরন্ত পারফরম্যান্স দল নির্বাচনে প্রভাব ফেলতে পারেনি।কারণ আইপিএলের দ্বিতীয় ভাগ শুরুর অনেক আগেই দল নির্বাচন হয়ে গিয়েছিল এবং তখন একেবারেই ভালো ফর্মে ছিলেন না তারকা লেগস্পিনার।

যদিও ক্রিকেট সংক্ষিপ্ততম ফরম্যাটে চাহাল-ই এতদিন ছিলেন সর্বোচ্চ উইকেট-শিকারী। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে শেষদিকে দুরন্ত বোলিং করে বর্তমানে যশপ্রিত বুমরা সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গাটা কেড়ে নিয়েছিলেন। এই মুহূর্তে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বুমরা-র উইকেট সংখ্যা ৬৪। অন্যদিকে, ৬৩ টি টোয়েন্টি উইকেট নিয়ে চাহাল তার ঠিক পিছনেই ছিলেন চাহাল।

Yuzvendra-Chahal
Yuzvendra-Chahal

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় বুমরা-কে। এই অবস্থায় চাহালের সামনে পুনরায় সুযোগ চলে আসে নিজেকে সবার থেকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু সিরিজের প্রথম দুই টি টোয়েন্টিতে চাহাল প্রথম একাদশে জায়গা পাননি। কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে তাকে দলে সুযোগ দেন রোহিত শর্মা। ফলে ফের একবার চাহালের সামনে সুযোগ চলে আসে বুমরা-কে টপকে যাওয়ার।

নাহ, শেষ পর্যন্ত ইডেনের মাঠে বুমরা-কে টপকে গিয়ে এককভাবে টি টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারী হতে পারেননি চাহাল। কিন্তু কৃপণ বোলিং করে নিজের চার ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন। সেই সাথে কলকাতার ম্যাচে একমাত্র ভালো ব্যাটিং করতে থাকা কিউই ওপেনার মার্টিন গাপ্টিলের উইকেট টি তোলেন তিনিই। ফলে এই মুহূর্তে বুমরার সাথে যুগ্মভাবে তিনি টি টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে রয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর