ধনশ্রীকে ছেড়ে এ কোন মহিলাকে যাত্রাসঙ্গী করলেন চাহাল! সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ দুপুর ১:৩০ থেকে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ এবং নিয়মরক্ষার ম্যাচটি খেলবেন। সিরিজ জয় দ্বিতীয় ম্যাচেই পরই নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এই নিয়মরক্ষার ম্যাচে কিছু পরিবর্তনের আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এই সিরিজের শেষ ম্যাচে দলে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল (Yuzi Chahal)।

কিন্তু তার আগে এই ভারতীয় তারকা লেগ স্পিনারকে নিয়ে একটি বিতর্ক সামনে এসেছে। চাহাল গত কয়েক বছর ধরেই বিবাহিত। নিজের স্ত্রী বারবার সাথে তার সম্পর্ক অত্যন্ত মধুর। নেটিজেনরা তাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত আগ্রহী। তারাও মাঝেমধ্যেই নিজেদের একসঙ্গে ভালো সময় কাটানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন।

কিন্তু এই শেষ ম্যাচ খেলতে ইন্দোরে পৌঁছানোর সময় একটি চমক দিয়েছেন চাহাল। প্লেনে যাত্রা শেষ করার পর তিনি একটি স্টোরি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যা দেখে সকলের ভুরু কপালে উঠেছে। এক অজ্ঞাত পরিচয় নারীর সঙ্গে প্লেনে ইন্দোরে পৌঁছেছেন চাহাল। তিনি স্টোরিতে ওই নারীর ছবি শেয়ার করা মাত্র সকলে ওই ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে দেন।

চাহাল স্টোরিটি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়ে লেখেন, ‘ট্র্যাভেল পার্টনার’। সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় এরপর থেকে। সকলেই ভাবতে শুরু করেন যে চাহাল কি তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন কিংবা মুরলি বিজয়ের পথে হাঁটছেন!

chahal kuldeep

কিন্তু আসল গল্প একেবারেই অন্য। ওই নারীর ছবিটি আসলে কুলদীপ যাদবের যাকে একটি বিশেষ এডিটিং অ্যাপের সাহায্যে চাহাল মহিলায় পরিণত করেছেন। চাহাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ দিকে চোটের জন্য বাদ পড়ায় কুলদীপ দলে আসেন এবং তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে খেলছেন। একসঙ্গে খেলতে না পারলেও ‘কুল-চা’ জুটির বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। চাহাল নিজের স্বভাবগত বৈশিষ্ট্য বজায় রেখে মজা করে এই পোস্টটি করেছিলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর