‘মমতার ‘মাস্টারস্ট্রোক’ লক্ষ্মীর ভাণ্ডার! মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় বয়ান মিঠুনের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে এখনও কিছুটা সময়, তবে ইতিমধ্যেই আটঘাট বেধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। পাখির চোখ ২৩ পঞ্চায়েত দখল। জোর কদমে চলছে প্রস্তুতি। আর তার সাথেই পাল্লা দিয়ে চলছে আক্রমণ, পাল্টা আক্রমণ। সেই ধারাই বজায় রেখে এবার বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মহাগুরু বলেন ‘দেশের সেরা ১০ জন রাজনীতিবিদের মধ্যে একজন। লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) মাস্টারস্ট্রোক’। তাঁর মতে ‘লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা সেন্টিমেন্টাল কথা, লক্ষ্মীর মা, তার ভাণ্ডার। কিছু কথা বলতে গেলেই সমস্যা। পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু পাঁচশো টাকায় সংসার চলে? চলে না। সেটা ম্যাডামও জানেন, আমরাও জানি’।

‘মহাগুরু’র সংযোজন, ‘৫০০ টাকা করে হলে বছরে ৬ হাজার টাকা, আর পাঁচ বছরে ৩০ হাজার টাকা। এই ৩০ হাজার টাকা একবারেই দিতে গেলে সমস্যা। সেজন্য ৫০০ করে ভাগ করতে করতে ভোট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। আপনি কিন্তু আটকে যাবেন। প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। আসলে ৩০ হাজার টাকা দিয়ে এক এক ভোট নিশ্চিত করে ফেলছেন। কেউ ধরতে পারবে না, এটাই মাস্টারস্ট্রোক’।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা পেয়েছে তৃণমূল ও মমতা বন্দোপাধ্যায়। ভোটে জিতেই ভোট পূর্বে তাঁর দেওয়া কথা মত রাজ্যের মা, বোনেদের জন্য ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উদ্বোধন করেছেন নেত্রী। যে প্রকল্পের আওতায় বাংলার মহিলাদের মাসিক ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে বিশাল জনপ্রিয়তা অর্জন করছে এই ‘লক্ষীর ভান্ডার’। এদিন এই প্রকল্পকেই মমতার ‘মাস্টারস্ট্রোক’ বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী।

mithun

পাশাপাশি, এদিন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বার্তা দিয়ে মিঠুন বলেন, ‘অভিষেক সুবক্তা। অনেক ভাষণ শুনেছি। শ্রোতাদের ধরে রাখতে পারে। কিন্তু অভিষেক স্যারকে একটাই কথা বলব, সঙ্গে কারা আছেন, তা দেখেই মানুষ চেনা যায়। চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন’।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর