বাংলাহান্ট ডেস্ক: একাধিক চ্যানেল আর সেসব চ্যানেলে একগুচ্ছ সিরিয়াল (Bengali Serial)। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টক্করে ব্যস্ত। টিআরপি তোলাটাই মূল লক্ষ্য। দর্শকদের যা পছন্দ সেটাই দেখানোর চেষ্টা করেন সিরিয়াল নির্মাতারা। তার জন্য দরকার পড়লে কূটকাচালি, কাদা ছোঁড়াছুঁড়ি, একাধিক বিয়ে দেখাতেও রাজি অনেক সিরিয়াল।
ব্যতিক্রম অবশ্যই আছে। কিন্তু সেসব সিরিয়ালে টিআরপি তেমন ওঠে না। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় অনেক সিরিয়ালই। উদাহরণ ফিরকি, দেশের মাটি, কাদম্বিনীর মতো সিরিয়াল। তালিকায় নতুন সংযোজন ‘বৌমা একঘর’ (Bouma Akghor)। স্টার জলসার এই সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে মাত্র তিন মাসেই।
চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষনা না করা হলেও গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অভিনেত্রী সুস্মিতা দে কার্যত নিশ্চুপ। এত তাড়াতাড়ি সিরিয়াল শেষ হয়ে যাবে তিনিও সম্ভবত ভাবতে পারেননি। কিন্তু তাঁর জায়গায় মুখ খুলেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। মনের কষ্ট আর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
বড়পর্দা, ছোটপর্দা, থিয়েটারের মঞ্চে সমান দাপট চৈতির। তিনি জানান, সিরিয়ালের বিষয়বস্তু খুব ভাল লেগেছিল তাঁর। তাই রাজি হয়েছিলেন। কিন্তু ভাবতে পারেননি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বৌমা একঘর। বহুবার অভিযোগ উঠেছে যে কূটকাচালি থাকলেই সিরিয়াল হিট।
এ প্রসঙ্গে চৈতির মত, দর্শক যদি কূটকাচালি ছাড়া আর কিছুই পছন্দ না করে তবে সেটা খুবই দুঃখজনক। তবে এটাও ঠিক, দর্শকদের এই পছন্দ কিন্তু অভিনেতা অভিনেত্রী, সিরিয়াল নির্মাতারাই তৈরি করেছেন। চৈতি বলেন, ‘এক আকাশের নীচে’র মতো অত্যন্ত জনপ্রিয় এবং ক্লাসিক সিরিয়ালের টিআরপি ছিল ১৮! ডেইলি সোপের ক্ষেত্রে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকথা মাথায় রেখেই চৈতি বলেন, শুধুমাত্র টিআরপির দিকে না তাকিয়ে যদি ভাল বিষয় নিয়ে কাজ করা যায় তাহলে ইন্ডাস্ট্রিরই লাভ।
প্রসঙ্গত, স্টার জলসায় আগামীতে একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। ‘এক্কা দোক্কা’ শুরু হয়ে টিআরপি তালিকার সেরা দশের মধ্যে জায়গাও করে নিয়েছে। এবার শুরু হতে চলেছে নবাব নন্দিনী যাকে রাখা হয়েছে ‘গোধূলি আলাপ’ এর টাইম স্লটে।
গোধূলিকে পাঠানো হয়েছে রাত সাড়ে দশটায়। এতদিন এই টাইম স্লটে দেখা যেত বৌমা একঘরকে। কিন্তু এই সিরিয়ালের জন্য কোনো নতুন সময় এখনো পর্যন্ত ঘোষনা করা হয়নি। তারপরেই শুরু হয় গুঞ্জন।