বাংলাহান্ট ডেস্ক : ভারতে বিশেষভাবে গুরুত্ব রয়েছে শারদীয় নবরাত্রি ও চৈত্র নবরাত্রির। এই দুই নবরাত্রিকে কেন্দ্র করে ভক্তরা মেতে ওঠেন উৎসবে। শারদীয়া নবরাত্রি ইতিমধ্যেই চলে গেছে। আমরা যেটিকে সাধারণত দুর্গাপুজো বলে চিহ্নিত করে থাকি। এবার আসতে চলেছে চৈত্র নবরাত্রি।
মা বাসন্তী বা মা অন্নপূর্ণা হিসেবে আমরা বাঙালিরা এই তিথিকে চিহ্নিত করে থাকি। চৈত্র নবরাত্রীর লগ্ন আসন্ন। এই তিথি চলতি চৈত্র মাসেই পালিত হবে। নবরাত্রি শব্দটির মাধ্যমে বোঝা যায় যে এটি নয় দিনের উৎসব। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই তিথি। আগামী ১৭ ই এপ্রিল পর্যন্ত চলবে সেই উৎসব।
আরোও পড়ুন : যত খুশি লাগেজ নিয়ে ট্রেন সফরের দিন শেষ! বড় সিদ্ধান্ত রেলের, এবার হবে মোটা ফাইন
মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয় নবরাত্রিতে। মা দুর্গার এই নয়টি রূপ হল মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা মহাগৌরী, মা সিদ্ধিদাত্রী। ৯ দিন ধরে এই নটি রূপের পুজো করা হবে। তবে রামনবমীর কী যোগ রয়েছে এই চৈত্রনবমীর সাথে?
অনেকেই এই নবমীর শেষ দিনটি পালিত করেন রামনবমী হিসাবে। অনেক ভক্ত মনে করেন শ্রীরাম জন্মগ্রহণ করেন নবরাত্রির শেষ দিনে, নবমীতে। এই দিনটি প্রচলিত রয়েছে রামনবমী হিসাবে। গোটা দেশ জুড়ে এই দিন পুজো করা হয় রামচন্দ্রের। মনে করা হচ্ছে চলতি বছর মহা ধুমধামের সাথে অযোধ্যার রামমন্দিরেও সেটি পালন করা হবে।