মানবতার অনন্য নজিরঃ করোনায় মৃতদের শেষকৃত্য করেন এক চা-ওয়ালা! ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের গতি লাগাতার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনার রেকর্ড ৬৯ হাজার ৬৫২ টি মামলা সামনে এসেছে। আর ৯৭৭ জন প্রাণ হারিয়েছেন। দেশে বর্ধিত করোনার মামলার কারণে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। আর আতঙ্ক এতটাই বেড়েছে যে, নিজের মানুষদেরও শেষকৃত্য করার জন্যও ভয় পাচ্ছে। আর এই দুঃসময়ে এক চা ওয়ালা দেবদূত হয়ে সামনে এলেন। আবদুল রাজ্জাক নামের চা-ওয়ালা করোনায় মৃত মানুষদের শেষকৃত্য সম্পন্ন করছেন।

রাজ্জাকের ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) খুব ভাইরাল হচ্ছে। যেখানে তাঁকে একটি বাচ্চার মরদেহ কোলে করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। আবদুল ওই বাচ্চার মরদেহের শেষকৃত্য করতে কোলে করে নিয়ে যাচ্ছে। ব্যাঙ্গালুরু মিররের খবর অনুযায়ী, এই ভিডিও ব্যাঙ্গালুরুর জোনস হাসপাতালের। এই বাচ্চা পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিডনিতে সমস্যা থাকার কারণে বাচ্চাটি সেন্ট জোনস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বাচ্চাটি করোনা পজেটিভও ছিল। তাঁর চিকিৎসা চলছিল, কিন্তু ডাক্তার তাঁকে বাঁচাতে সক্ষম হয় নি।

এরপর হাসপাতাল যখন বাচ্চার পরিবারকে দেহ নিয়ে যেতে বলা হয় তখন তাঁরা সাহস জোটাতে পারে নি। রাজ্জাক বলেন, আমাকে ভেন্টিলেটর গ্রুপ থেকে ফোন করা হয়েছিল। তারপর আমি হাসপাতালে যাই মরদেহ অ্যাম্বুলেন্সে করে যাই সৎকারের জন্য। যদিও তখন আমার সাথে বাচ্চার পরিবারের লোকজন ছিল।

জানিয়ে দিই, রাজ্জা মার্সি অ্যাঞ্জেল নামের একটি সংস্থার সাথে জড়িত। তিনি কন্নুর জেলার বাসিন্দা। ফ্রেজার টাউনে একটি চায়ের দোকান চালান আবদুল রাজ্জাক। তিনি বলেন, বিগত কয়েকমাস ধরে গোটা দেশ এই মহামারীর বিরুদ্ধে লড়ছে। এই ভাইরাসের আতঙ্কে মানুষ নিজের পরিজনের দেহ সৎকার করতে ভয় পাচ্ছে। রাজ্জাক বলেন, আমাকে হাসপাতাল থেকে ফোন করলে আমি দোকান বন্ধ করে চলে যাই। শেষকৃত্য সম্পন্ন করে স্নান করে আবার এসে দোকান খুলি।

X