১০ বছর পর ফিরছে বড় টুর্নামেন্ট! পাকিস্তান সুপার লিগ আর IPL টিমের মধ্যে হবে টক্কর

বাংলা হান্ট ডেস্ক : বছর দশেক আগে বন্ধ হয়ে গেছিল চ্যাম্পিয়ন্স লিগ টি২০ টুর্নামেন্ট (Champions League T20)। সেই টুর্নামেন্টকে ফের একবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, IPL এর ব্যস্ততার মাঝেই ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, শেষবারের মত চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ২০১৪ সালে। সেবার সেরার শিরোপা উঠেছিল চেন্নাই সুপার কিংসের মাথায়। বেঙ্গালুরুর মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কাপ জিতে নিয়ে যায় চেন্নাই। টুর্নামেন্টের শেষ মরশুমে ভারতের তিনটি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুটি করে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের একটি করে দল এতে অংশ নিয়েছিল।

এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল ২০০৯ সালে। শেষবারের মত খেলা হয়েছিল ২০১৪ সালে। মোট ছয়টি টুর্নামেন্টের মধ্যে চারটি ভারতছ এবং দুটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। যার মধ্যে চেন্নাই সুপার কিংস দু’বার এবং মুম্বাই ইন্ডিয়ান্স দু’বার কাপ জিতেছে। যেখানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং সিডনি সিক্সার্স একবার করে শিরোপা জিতেছে।

আরও পড়ুন : ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে! আসছে ভয়ঙ্কর সুনামি! অ্যালার্ট জাপান, ফিলিপিন্সে

প্রসঙ্গত উল্লেখ্য, দশ বছর পর এই প্রস্তাবটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়া সিইও নিক কামিন্সের তরফ থেকে‌। কামিন্সের মতে, ‘আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগ তার সময়ের চেয়ে এগিয়ে ছিল। সেই সময়ে টি-টোয়েন্টি ল্যান্ডস্কেপ এতটা পরিপক্ক ছিল না। যেটা এখন হয়েছে। আমি জানি যে, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআই-এর মধ্যে সক্রিয় কথোপকথন চলছে।’

আরও পড়ুন : ৪০০ নয়, টার্গেট সোজা ৫০০! মোদীর প্রশংসা করে বিজেপির জয়ধ্বনি ‘গ্রেট খালি’র

champions league

যদিও ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারের থেকে সময় বের করে টুর্নামেন্টের জন্য সময় বের করাটাই বড় সমস্যা বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, জয় শাহের ওপর নির্ভর করছে টুর্নামেন্টের ভবিষ্যৎ। কামিন্সের দাবি, ‘আমি ক্রমাগত এই চ্যাম্পিয়ন্স লিগের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলির সঙ্গে কথা বলছি। সম্ভবত জয় শাহ আরও ভালো বলতে পারবেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে, আমরা চ্যাম্পিয়ন্স আয়োজনের বিষয়ে খুবই আগ্রহী। আমি মনে করি এটা ক্রিকেটের বিবর্তনের পরবর্তী ধাপ।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর