ত্যাগ করুন এই ৭ জিনিস! নিমেষেই ধরা দেবে সাফল্য! শিক্ষার্থীদের জন্য বলেছিলেন স্বয়ং চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের স্রষ্টা ছিলেন চাণক্য (Chanakya)। প্রাচীন ভারতের অন্যতম সেরা জ্ঞানী পুরুষ ছিলেন তিনি। তাঁর বিভিন্ন মতামত ও আদর্শ এখনও সমাজকে নানাভাবে প্রভাবিত করে। চণক নামে একটি গ্রামে  ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা চাণক্য তাঁর গ্রন্থে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। এছাড়াও একজন মানুষের কীভাবে জীবন যাপন করা উচিত সেই দিকটিও তিনি উল্লেখ করেছেন।

চাণক্য এমন সাতটি জিনিসের উল্লেখ করেছেন যেগুলি শিক্ষার্থীদের অবিলম্বে ত্যাগ করা উচিত। এই সাতটি জিনিস যদি শিক্ষার্থীরা ত্যাগ করতে পারে, তাহলে সফলতা আসবে হাতের মুঠোয়।

আচার্য চাণক্যের মতে প্রত্যেক শিক্ষার্থীর উচিত অলসতা ত্যাগ করা। অলসতা একটি রোগ। প্রত্যেক শিক্ষার্থীদের দূরে থাকতে হবে অলসতা থেকে।

আরোও পড়ুন : শেষমেশ রাগ গলে জল! মেয়ের বিয়েতে সায় দিলেন শত্রুঘ্ন, জড়িয়ে ধরলেন মুসলিম জামাইকেও

শিক্ষার্থীদের রাগ কমাতে হবে। রাগ মানসিক অস্থিরতা তৈরি করে।

অতিরিক্ত ঘুম শিক্ষার্থীদের কাম্য নয়। দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানোই যথেষ্ট। তার বেশি ঘুম শিক্ষার্থীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরোও পড়ুন : বিনা টিকিটে ট্রেন যাত্রা আটকাতে রেলের ক্যাম্প কোর্ট হাওড়া স্টেশনে! একদিনেই সংগ্রহ ২ লক্ষ টাকা

প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের সম্মান করা। যে শিক্ষার্থী শিক্ষককে অপমান করে, তারা সফলতা অর্জন করতে পারে না।

আচার্য চাণক্য বলে গেছেন পিতা-মাতা ঈশ্বরের সমান। তাই কখনোই পিতা-মাতাকে অপমান করা উচিত নয়। ঈশ্বর জ্ঞানে পুজো করা উচিত তাঁদের।

chanakya niti 3 1

প্রত্যেক শিক্ষার্থীর উচিত তপস্বীর মতো জীবন যাপন করা। বিনোদন, রসনা ইত্যাদি ত্যাগ করলেই আসবে সফলতা।

সফলতার ক্ষেত্রে লোভ বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত লোভ ত্যাগ করা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর