চাণক্যের মতে এই ছয় ধরনের মানুষ সর্বদাই বিপজ্জনক! সাবধান থাকুন এদের থেকে

বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন যাদের বাণী আজও অক্ষরে অক্ষরে সত্যি বলে প্রমাণিত হয়। তাদের জ্ঞান বর্তমান সময়ের মানুষদের থেকে অনেক পরিমাণ বেশি ছিল। এই সকল মানুষদের একজন হলেন আচার্য চাণক্য। চাণক্য (Chanakya Niti) ছিলেন একাধারে নীতিশাস্ত্রবিদ, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ।

চাণক্যের সব থেকে বড় গুন ছিল তিনি সেই সময় দাঁড়িয়ে ভবিষ্যতের সমাজ ব্যবস্থার কথা বলে দিতে পারতেন। তিনি তাঁর বিভিন্ন বইতে মানুষের চরিত্র সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়ে গিয়েছেন। বিভিন্ন লেখায় তিনি উল্লেখ করেছেন কীভাবে একজন মানুষের জীবন সুন্দর হতে পারে। আজ আমরা কথা বলব এমন ছয় জন ব্যক্তি সম্পর্কে যাদের থেকে চাণক্য দূরে থাকতে বলেছেন। আচার্য চাণক্যের মতে এই ধরনের মানুষদের সান্নিধ্যে থাকা মানে নিজেই নিজের বিপদ ডেকে আনা।

 

• কুরুচিপূর্ণ ব্যক্তি: যে সব ব্যক্তি সব সময় রেগে থাকেন বা রাগের সাথে অন্যদের সাথে কথা বলেন সেই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকা শ্রেয়। রাগের বশে এই ধরনের ব্যক্তিরা ঠিক-ভুলের সংজ্ঞা হারিয়ে ফেলেন। এই ধরনের ব্যক্তিরা যেকোনো সময় আপনার জীবনেও বিপদ ডেকে আনতে পারেন।

• স্বার্থপর ব্যক্তি: স্বার্থপর ব্যক্তিরা অন্যের উপকারে কখনোই কাজ করেন না। নিজের সুবিধার জন্য শুধু অন্যকে ব্যবহার করেন। এই ধরনের ব্যক্তিরা আপনার জীবনে থাকলে তারা শুধু কষ্টই দেবে আপনাকে।

• মিথ্যাবাদী ব্যক্তি: যারা কথায় কথায় মিথ্যা কথা বলেন তাদের থেকে দূরে থাকা উচিত। এই ধরনের ব্যক্তিরা আপনাকে কীভাবে ঠকাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না।

• প্রশংসা করা ব্যক্তি: অনেকে মানুষ থাকেন যারা কোনো কারণ ছাড়াই অন্যের প্রশংসা করেন। এই ধরনের ব্যক্তিদের একদম বিশ্বাস করা উচিত নয়। তারা কখনই আপনার ভুল কাজকে তুলে ধরবেনা। নিজেদের স্বার্থে আখের গোছানোর জন্য তারা আপনার ভুল কাজকেও সঠিক বলে গণ্য করবে।

• প্রতারক ব্যক্তি: প্রতারণা করেন এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত। সুযোগ পেলেই তারা আপনার বিশ্বাসে আঘাত হানতে পারে। আপনার সাথেও তারা যেকোনো মুহূর্তে প্রতারণা করতে পারে।

chanakya niti 3 1

• অন্যের গোপন কথা বলা ব্যক্তি: যদি দেখেন অন্য কারোর গোপন কথা কোনো ব্যক্তি আপনাকে বলছে তাহলে তাদের থেকে সাবধান। এই ধরনের ব্যক্তিরা আপনার গোপন কথাও অন্যদের কাছে বলতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর