এই চার গুণ থাকা নারীকে বিয়ে করলে শক্তিশালী হবে পুরুষ, বলেছেন স্বয়ং আচার্য চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা পণ্ডিত ও কূটনীতিবিদ বলা হয় আচার্য চাণক্যকে। আচার্য চাণক্যের বাণী ও উপদেশ অনেকেই ‘বেদবাক্য’ বলে মনে করেন। একজন মানুষের জীবন কীভাবে আরো উন্নত ও শক্তিশালী হতে পারে সেই বিষয়ে চাণক্য বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে গেছেন।

আচার্য চাণক্য তাঁর নীতি শাস্ত্রের বইতে মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। একজন স্ত্রীর কোন গুণগুলি থাকলে পুরুষ শক্তিশালী হবেন সেই বিষয়ে আচার্য চাণক্য বিস্তারিত বলে গেছেন। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব সেই বিষয়গুলি সম্পর্কে।

আরোও পড়ুন : ইস্ট-ওয়েস্ট লাইনে এবার নতুন বিভ্রাট! বিপাকে স্বয়ং মেট্রোর শীর্ষকর্তা, চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের

আচার্য চাণক্যর মতে শিক্ষিতা ও সংস্কৃতিমনষ্কা মহিলা স্ত্রী হিসাবে সব থেকে যোগ্য। এই ধরনের নারীরা যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হন। এই ধরনের নারী স্ত্রী হিসাবে জীবনে আসলে, যে কোনও পুরুষ শক্তিশালী হয়ে উঠবেন।

আচার্য চাণক্য বলছেন শান্ত ও ধীর স্থির নারী শান্তি বাড়ায় জীবনে। এই ধরনের নারীকে বিয়ে করলে পরিবারের সুখ ও শান্তি বিরাজ করে। এই ধরনের নারীদের মধ্যে লক্ষ্মীর বাস থাকে। এই ধরনের নারী বিয়ে করলে সংসারের শ্রী বৃদ্ধি ঘটে।

18 06 2023 chanakya niti tips 1 23444961

যে নারী সুমধুর কথা বলেন তিনি সংসারে শান্তি আনতে পারেন। এই ধরনের নারী শ্বশুরবাড়ি ও অন্যান্য আত্মীয়দের মধ্যে সুন্দর সংযোগ স্থাপনে পটু। এই ধরনের নারীরা পুরুষের মনে প্রেম সঞ্চার করতে সক্ষম হন। এর ফলে সংসারে শান্তি বিরাজ করে। স্বামী হয়ে ওঠেন সমৃদ্ধ।

পরিস্থিতি অনুযায়ী যে নারী নিজের ইচ্ছা বদলাতে পারে সেই নারী একজন পুরুষের জন্য শ্রেষ্ঠ। সীমিত ইচ্ছার নারী বিয়ে করলে পুরুষ সুখী হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর