ইস্ট-ওয়েস্ট লাইনে এবার নতুন বিভ্রাট! বিপাকে স্বয়ং মেট্রোর শীর্ষকর্তা, চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের

বাংলাহান্ট ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো শুরুর জন্য প্রয়োজন হবে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতের। এই লাইনে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে গত সোম থেকে বুধবার পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের পশ্চিম দিকের অংশ।

তবে পরিদর্শনের সময় কার্যত অচল হয়ে রইল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির মোবাইল যন্ত্র। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল ও স্টেশনে থাকছে না মোবাইল নেটওয়ার্ক। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এই অংশ পরিদর্শনের সময় কার্যত যোগাযোগহীন হয়ে রইলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনকুমার গর্গ।

 আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার দিঘা-দার্জিলিং যাতায়াত হবে আরোও সহজ, বড় ঘোষণা রেলের

সূত্রের খবর, পরিদর্শনের কাজ চলার সময় ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন রেলকর্তারা। তবে রেল কর্তাদের মোবাইল ফোন কার্যত নিষ্ক্রিয় হয়ে ছিল। কমিশনার অফ রেলওয়ে সেফটি জনকুমার গর্গ এই লাইন পরিদর্শনের পর সার্বিক পরিকাঠামো ও যাত্রী স্বাচ্ছন্দ্য দেখে মোটের উপর খুশি। তবে তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব মোবাইল ফোনের এই সমস্যা দূর করতে।

আরোও পড়ুন : শর্তসাপেক্ষে ত্রিবেণীতে কুম্ভ মেলা আয়োজনের অনুমতি প্রশাসনের, তবে বদলে গেল মেলার স্থান-কাল

মেট্রো সূত্রে খবর, লাইনের এই অংশে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। ওয়াকিটকির মাধ্যমে মাটির নিচে কথা বলতেন শ্রমিক বা রেলকর্তারা। মেট্রোর এই অংশে মোবাইল ফোন সক্রিয় করার জন্য প্রয়োজন বিশেষ ধরনের রাউটার বসানোর। রেল বিকাশ লিমিটেড এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার করে একটি বেসরকারি টেলিকম সংস্থাকে নির্বাচিত করে রেখেছে। তবে এখনো সম্পূর্ণ হয়নি সেই কাজ।

img 20240209 202314

আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই এসপ্ল্যানেড ষ্টেশন। এই স্টেশন থেকেই লাইন বদল করতে পারবেন কবি সুভাষ-দক্ষিণেশ্বর, ইস্ট ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড তিনটি রুটের যাত্রীরা। এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীরা যাতে বিভ্রান্ত না হয়ে যান সেই জন্য পর্যাপ্ত সাইনেজ ও দিক নির্ণয়কারী বোর্ড লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর