কাঁদতে কাঁদতে নামছেন তরুণী! রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, পুলিশের হাতে ফুটেজ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়। বৃহস্পতিবারই ২ মে, তথা ঘটনার দিনের ১ ঘণ্টা ৯ মিনিটের একটি ফুটেজ প্রকাশ্যে এনেছিল রাজভবন। যদিও সেই ফুটেজে রাজভবনের মূল গেটের পুলিশ আউটপোস্ট সংলগ্ন দু’টি সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল। তবে এবার জানা গেল, এবার কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে আরও একটি ফুটেজ এসেছে। সেখানে কাঁদতে কাঁদতে রাজভবনের সিঁড়ি থেকে নামতে দেখা যাচ্ছে অভিযোগকারিণী তরুণীকে।

পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজটি (CCTV Footage) এসেছে সেটা বিকেল ৫:১৫ মিনিটের বলে খবর। সেই ফুটেজে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন ওই তরুণী। এরপর সোজা স্পেশ্যাল সেক্রেটারির অফিসে যান। সেখানে একজন ডাক্তার ছিলেন তিনি ওই তরুণীকে কাঁদতে এবং কাঁপতে দেখে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন।

ওই ঘরে ১০ মিনট মতো ছিলেন অভিযোগকারিণী। এরপর স্পেশ্যাল সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে রাজভবনের (Raj Bhavan) ওসির ঘরের দিকে যান তিনি। উল্লেখ্য, গতকাল রাজভবনের তরফ থেকে দেখানো ফুটেজে দেখা গিয়েছিল, ওসি এবং অতিরিক্ত ওসির ঘরে ঢুকছেন অভিযোগকারিণী। তাঁর কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নামার ফুটেজ গতকাল দেখানো হয়নি।

আরও পড়ুনঃ ‘পিছন থেকে…’, বাংলায় এসে তৃণমূল কর্মীদের শ্লীলতাহানির শিকার মহিলা সাংবাদিক, বিস্ফোরক অমিত মালব্য

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেদিন বিকেল ৪ থেকে ৪:৩০ নাগাদ রাজ্যপালের চেম্বারে ঘটনাটি ঘটেছিল। এরপর যা যা হয়েছে বলে ওই তরুণী দাবি করেছেন, তার সঙ্গে রাজভবনের একজন শেখের বক্তব্য মিলে গিয়েছে বলে খবর। সব মিলিয়ে, এবার শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালের অস্বস্তি আরও বাড়ল বলে অনুমান।

অন্যদিকে জনতাকে রাজভবনের ফুটেজ দেখানোর পর প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিযোগকারিণী ওই তরুণী। বলেছিলেন, ‘এখন যা অবস্থা, আমার আত্মহত্যা ছাড়া আর কোনও পথ নেই’। তিনি আরও বলেন, ‘হাস্যকর নাটক না করে, পুলিশকে তদন্ত করতে দিলে আমার মনে হয় সেটা আরও বেশি কার্যকর হতো। রাজ্যপাল মহাশয় একটি কুরুচিকর কাজ করলেন ও নাটক মঞ্চস্থ করলেন। আমার ফুটেজ প্রকাশ্যে আনলেন… আমার যতদূর জানা যাছে, ভারতীয় আইনে অভিযোগকারিণীর পরিচয় গোপন রাখার কথা আছে। এখন যে ফুটেজ ছড়িয়ে পড়েছে, সেখানে আমায় দেখা যাচ্ছে’।

Governor CV Ananda Bose

উল্লেখ্য, রাজভবনের ফুটেজ আগেই চেয়েছিল পুলিশ। তবে লালবাজারকে সেই ফুটেজ না দিয়ে জনতার জন্য ‘সচ কা সামনা’ বলে একটি অনুষ্ঠানের ঘোষণা করা হয়। বুধবার ইমেল আইডি এবং ফোন নম্বর জানিয়ে একটি বিবৃতিও জারি করা হয়। গতকাল ঘটনার দিনের ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ দেখায় রাজভবন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর