বাংলাহান্ট ডেস্ক : আচার্য্য চাণক্য (Chanakya) মানুষের জীবনের প্রতিটি দিক সম্পর্কে নিখুঁত বর্ণনা করে গিয়েছেন। চাণক্য নীতি (Chanakya Niti) অনুসরণ করে অনেকেই জীবনে পেয়েছেন সফলতা। চাণক্যর নীতি শাস্ত্র একটি মানুষের জীবনকে সমৃদ্ধ করে তুলতে সহায়ক হয়ে উঠতে পারে। আচার্য্য চাণক্য (Acharya Chanakya) পুরুষের এমন কিছু অভ্যাস সম্পর্কে বলে গিয়েছেন যা থাকলে সেই পুরুষ পেতে পারেন চরম সাফল্য।
সফলতার পাঠ দিয়ে গিয়েছেন আচার্য্য চাণক্য (Chanakya):
যে পুরুষ কোনো কাজকে ছোট মনে করেন না এবং পরিশ্রমী হন তিনি সহজেই সাফল্য পেতে পারেন। আচার্য্য চাণক্য বলে গিয়েছেন, জীবনে সফলতা অর্জন করতে হলে পরিশ্রমী হতে হবে পুরুষকে। এটি পুরুষের অন্যতম একটি বড় গুণ।
চাণক্য বলে গিয়েছেন, উচ্চাভিলাষী পুরুষ জীবনে সফলতার চূড়ায় ওঠার ক্ষমতা রাখেন। তবে নেতিবাচক ক্ষেত্রে নয়, সৎ পথে পরিশ্রম করে নিজের উচ্চাভিলাষ পূরণ করার দক্ষতা থাকা দরকার প্রতিটি পুরুষের মধ্যে।
চাণক্য মনে করেন একজন পুরুষের সফলতার পিছনে হাত থাকে নারীর। একজন সঠিক স্ত্রী বা সঙ্গিনী পুরুষকে তার কাঙ্খিত সাফল্যের কাছে নিয়ে যায়।
আত্মবিশ্বাসী হওয়া সফলতার প্রথম ধাপ, এমনটাই মনে করেন আচার্য্য চাণক্য। আত্মবিশ্বাসী পুরুষ যেকেনো কঠিন কাজেই সফলতা লাভ করতে পারেন। চাণক্যর মতে, নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকলে সফল হওয়া যায় না কাজে।
আরোও পড়ুন : ক্রিসমাস পার্টিতে স্যাটিনের পাজামা-হীরের আংটিতে ঝলমল করলেন অম্বানির ছোট বউমা, নাইটসুটটির দাম কত জানেন?
অন্যের চিন্তাভাবনা থেকে অনেককিছু শেখা যায় বলে মনে করেন চাণক্য। তাই জীবনে সফল হতে গেলে প্রথমেই ভালো শ্রোতা হওয়া দরকার।
জীবনে সফলতার জন্য দরকার সততা। নারী হোক বা পুরুষ, সততা ছাড়া সফল হওয়া যায়না কোনো কার্যে। তাই সততা নিয়ে কাজ করলে মিলবে সফলতা।