আপনার সঙ্গেই কিন্তু সবসময় থাকছে এই ৩ শত্রু! বলেছেন স্বয়ং চাণক্য, আপনি চিনতে পারছেন কী?

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা দার্শনিক ও পন্ডিত হিসাবে বিবেচিত করা হয় আচার্য্য চাণক্যকে (Chanakya)। এই মহান পন্ডিত প্রাচীন ভারতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি একাধিক বিষয়ে পাণ্ডিত্য লাভ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি তাঁর নীতি (Chanakya Niti) শাস্ত্রের বইতে উল্লেখ করেছেন মানুষের জীবনের বিভিন্ন দিক।

চাণক্য বলে গেছেন মানুষের জীবনের তিনটি বড় শত্রু থাকে মানুষের সাথেই। মানুষের জীবনের এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করার পথও বলেছেন চাণক্য। চাণক্য বলছেন নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকলে লোভ জন্মায় না। মানুষের উচিত সব ধরনের উচ্চাকাঙ্ক্ষা থেকে নিজেকে বিরত রাখা। এই তিন শত্রুকে যদি চিহ্নিত করা যায় তাহলে জীবন হয়ে উঠবে আরো সহজ।

   

আরোও পড়ুন : চিপস্ আনতে ভুলে যাওয়াই কাল হল জীবনে! স্বামীকে শায়েস্তা করতে ডিভোর্সের জন্য আবেদন স্ত্রীর

•চাণক্য বলেছেন লোভ অন্ধ করে দেয় মানুষকে। লোভের কারণে মানুষ বিভিন্ন ধরনের অযৌক্তিক চিন্তাভাবনা পোষন করে। অতিরিক্ত লোভ বা চাহিদা মানুষকে বিপথে পরিচালিত করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় সমাজ।

•আচার্য্য চাণক্যর মতে অন্ধ বিশ্বাস মানুষকে সত্য থেকে সর্বদা দূরে ঠেলে দেয়। অন্ধ বিশ্বাসের ফলে মানুষ যুক্তি তর্ক থেকে দূরে সরে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয়। এই অন্ধ বিশ্বাস থেকে জন্ম নিতে পারে ভুল ধারণা। এতে মানুষের নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

•মানুষের বিচার শক্তি নষ্ট হয়ে যায় রাগের কারণে। রাগের বশবর্তী হয়ে মানুষ এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য পরে তাকে অনুশোচনা করতে হয়। অনেক সময় রাগের জন্য ক্ষতি হয় সম্পর্কে।

11 05 424273317chanakya nit3 1

অন্ধ বিশ্বাসের থেকে মুক্তি পাওয়ার জন্য চাণক্য সর্বদা যুক্তি ও তর্কের মাধ্যমে অবস্থা বোঝার পরামর্শ দিয়েছেন। সর্বদা নিরপেক্ষভাবে অবস্থান করতে হবে সর্বস্থানে, তাহলেই অন্ধ বিশ্বাস গ্রাস করবে না আপনাকে। এছাড়াও চাণক্য বলে গেছেন ধৈর্য শক্তি বৃদ্ধি করলে মনে রাগের আনাগোনা কম হবে। সর্বদা শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আমাদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর