বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক্য তাঁর চাণক্য নীতিতে বেশ কয়েকটি উপদেশ লিখে গিয়েছেন। চাণক্যের মতে, কোনও কিছুই কালের জন্য ছেড়ে রাখা উচিত নয়। এর জন্য পরে সমস্যার সম্মুখীন হতে হবে। চাণক্য নীতিতে মানুষকে অলসতা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। এই কারণেই এখনও পর্যন্ত চাণক্যকে সবাই মেনে চলেন।
জীবনে সফল হওয়ার জন্য বেশ কিছু উপদেশ দিয়েছেন চাণক্য। তাঁর মতে চারটি কাজ জীবনে না করলে সেই মানুনের জীবন অর্থহীন। জেনে নিন তা কি কি-
ধর্ম- চাণক্যের মতে যে ব্যক্তি ধর্মের পথে থেপে অর্থ উপার্জন করে তার মনুষ্য জীবন সফল। তাঁর মতে ধর্মপ্রাপ্তি ও তাঁর পথে চলা ব্যক্তির প্রথমে ধনোপার্জন করা উচিত ও তারপর তা ভোগ করা উচিত।
কর্ম- মানুষের জীবনে কাজটাই সর্বোপরি বলে মেনেছেন চাণক্য। তাঁর মতে কাজ করতে করতেই মোক্ষপ্রাপ্তি সম্ভব। চাণক্য বলতেন, মানুষকে বিবাহ, সন্তান জন্ম দেওয়া সব দায়িত্বই পালন করা উচিত।
ধন- ধনোপার্জন ও তা সঠিক ভাবে ভোগ করা অত্যন্ত আবশ্যক বলে মনে করতেন চাণক্য। যে ব্যক্তি ধন সঞ্চয় করে তার জীবন ব্যর্থ বলে মনে করতেন তিনি।
মোক্ষ- প্রথম তিনটির মাধ্যমেই মোক্ষ প্রাপ্তি সম্ভব বলে মনে করতেন চাণক্য। এর মধ্যে কোনও একটিও বাদ গেলে তা র জীবন ব্যর্থ বলে গণ্য করতেন তিনি।