বাংলা হান্ট ডেস্কঃ সুখ্যাতির পাশাপাশি কুখ্যাতিও মিলেছিল বিজেপির জনপ্রিয় এবং সবথেকে দরিদ্র বিধায়ক চন্দনা বাউরির কপালে। বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল FIR। তবে আপাতত স্বস্তি পেলেন বাঁকুড়া শালতোড়ার বিধায়ক। শুক্রবার চন্দনা বাউরির বিরুদ্ধে দায়ের এফআইআরে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি হয়।
উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর রদের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চন্দনা বাউরি। শুক্রবার আবেদনের শুনানি হয়। আর শুনানির পর তাঁকে স্বস্তি দিয়ে তাঁর বিরদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আগামী দুই মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত।
চন্দনা বাউরির আইনজীবী সোমনাথ অধিকারী বলেন, একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে চন্দনাকে নানারকম ভয় ও প্রলোভন দেখানো হচ্ছিল। তাঁর জেরেই পরিকল্পনা মাফিক তাঁরই গাড়ির ড্রাইভার কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রূম্পা কুণ্ডু মিথ্যা এফআইআর করেন। ৪৯৮এ, ৪৯৪, ৪০৬, ৫০৬ ধারায় চন্দনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। আমরা এফআইআর রদের আবেদন করি কলকাতা হাইকোর্টে। আর সেই আবেদনের ভিত্তিতে ৮ সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, আচমকাই খবর ছড়িয়ে পরে যে, বিজেপি বিধায়ক চন্দনা বাউরি পালিয়ে গিয়ে তাঁরই গাড়ির ড্রাইভার কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন। এই বিষয়ে কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও, স্বামীকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন খোদ বিধায়ক। তবে তাতেও স্বস্তি মিলেছিল না। রূম্পা কুণ্ডুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে চন্দনা বাউরির গ্রেফতারির আশঙ্কা দেখা দিয়েছিল। যদিও, এখন আপাতত ৮ সপ্তাহের জন্য সাময়িক স্বস্তি পেলেন বিধায়ক।