‘বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী’ প্রতিমা গড়েই বিপত্তি, সপ্তমীতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মণ্ডপ! আহত দর্শনার্থীরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জগদ্ধাত্রী পুজোয় (Jagaddhatri Puja 2025) প্রতিবছরই কোনও না কোনও চমক দেয় চন্দননগর। দুর্গাপুজোয় কলকাতা লাইমলাইট কাড়লেও জগদ্ধাত্রী পুজোয় ভিড় জমে চন্দননগরেই। আর এবার দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী (Jagaddhatri Puja 2025)। সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর গড়ে তাক লাগিয়ে দিয়েছিল হুগলির চন্দননগরের কানাইলাল পল্লী ক্লাব। কিন্তু মঙ্গলবার বিকেলে ঘটে গেল বিরাট বিপর্যয়। হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মণ্ডপ।

চন্দননগরের বিরাট জগদ্ধাত্রী (Jagaddhatri Puja 2025) মণ্ডপ ভেঙে পড়ে বিপত্তি

৭০ ফুটের পুজোমণ্ডপ তৈরি করে চমক দিয়েছিল কানাইলাল পল্লী ক্লাব। সপ্তমীতেই বেশ ভিড় হয়েছিল মণ্ডপে। বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী (Jagaddhatri Puja 2025) দেখতে উৎসুক ছিলেন দর্শনার্থীরা। কিন্তু উচ্চতা অত্যন্ত বেশি হওয়ায় মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা মণ্ডপ। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। বাঁশ চাপা পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর।

Chandannagar biggest jagaddhatri puja 2025 pandal collapsed

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ: খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। চন্দননগরের পুলিশ কমিশনার জানান, এখন সকলে ঠিক আছেন। প্যান্ডেলের কাঠামো সরিয়ে দেখা হয়েছে নীচে আর কেউ চাপা পড়ে নেই। আগে প্যান্ডেলের কাঠামো ভালো করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিকে। তারপরেই দর্শনার্থীদের জন্য খোলা হবে মণ্ডপ।

আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে ‘মন্থা’, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তড়িঘড়ি বদল একগুচ্ছ ট্রেনের টাইম টেবিল

কী জানায় পুজো কমিটি: প্রসঙ্গত, প্রায় ৭০-৭৫ ফুটের বিশালাকার ফাইবার জগদ্ধাত্রী (Jagaddhatri Puja 2025) প্রতিমা গড়ে শোরগোল ফেলে দিয়েছিল কানাইলাল পল্লী ক্লাব। এর আগে কলকাতার দেশপ্রিয় পার্ক বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়ে হইচই ফেলেছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশপ্রিয় পার্কের দৃষ্টান্ত অনুসরণ করেই জগদ্ধাত্রী পুজোয় (Jagaddhatri Puja 2025) এই চমক দিতে চেয়েছিলেন পুজো কমিটি।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা উঠতেই লক্ষ্মীলাভ, জালে আড়াই কেজির ইলিশ! যা দাম উঠল বিশ্বাসই হবে না

দর্শনার্থীদের মধ্যে স্বাভাবিক ভাবেই দেখা গিয়েছিল আগ্রহ। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সপ্তমী থেকেই এই পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছিল দর্শনার্থীদের। তবে এই ঘটনার পর পুলিশের তরফে সতর্ক করা হয়েছে পুজো কমিটিকে। যদিও পুজো আটকাবে না বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।