বাংলা হান্ট ডেস্কঃ গ্যারি সোবার্সদের পরে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছটি ছক্কা মেরে রেকর্ড করেছিলেন যুবরাজ সিং। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দিনটা আজও ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এর পরে অবশ্য একই রেকর্ড তালিকায় নাম লিখিয়েছেন অনেকেই, তাদের মধ্যে যেমন রয়েছেন হার্সেল গিবস, তেমনি আবার সম্প্রতি অন্তর্ভুক্ত হয়েছেন কিরণ পোলার্ডও। তবে এবার যুবরাজের রেকর্ড ছুঁলেন কার্যত তার পাড়ার ছেলে যশকরণ মালহোত্রা।
যদিও জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে তিনি থাকেন আমেরিকায়। একটি গুরুত্বপূর্ণ ওয়ানডে ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনির। সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এই বিরল রেকর্ড গড়লেন যশকরণ মালহোত্রা।ইনিংসের শেষ ওভারে পাপুয়া নিউগিনির বোলার গাউতি টোকার ছটি বলকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন এই বিধ্বংসী ডানহাতি ব্যাটসম্যান।
মাত্র ১২৪ বলে যে ১৭৩ রানের যে মারমুখী ইনিংস খেলেন তিনি, তা সাজানো ছিল ১৬ টি ওভার বাউন্ডারি এবং ৪ টি বাউন্ডারি দিয়ে। কার্যত তার দৌলতেই ৯ উইকেট হারানো সত্ত্বেও নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র। একসময় যশকরণ থাকতেন ভারতেই, পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম তার। কার্যত পাঞ্জাব থেকেই উঠে এসেছিলেন ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান যুবরাজ সিংও। তাই বলাই যায়, যুবরাজের পাড়ার ছেলে এবার ছুঁয়ে ফেললেন তাঁর ছয় ছক্কার রেকর্ড।
💥 Herschelle Gibbs
💥 Yuvraj Singh
💥 Kieron Pollard
💥 JASKARAN MALHOTRAThe @usacricket batter joined an exclusive club when he tonked six sixes in an over against PNG.
More on the phenomenal knock 👇https://t.co/pNexKt52N0
— ICC (@ICC) September 10, 2021
তবে জন্মসূত্রে ভারতীয় হলেও পরবর্তী ক্ষেত্রে ব্যবসার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন যশকরণের বাবা। আর তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলছে নেই ডানহাতি বিধ্বংসী ব্যাটসম্যান। সম্প্রতি ক্রিকেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় করার জন্য নানাবিধ ভূমিকা নিচ্ছে সেদেশের সরকার। যশকরনের এই ইনিংস তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের ভালোবাসা যে অনেকটাই বাড়াবে তা বলাই বাহুল্য।