বাংলা হান্ট ডেস্ক: একেই ছিল রবিবার, সেই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। ক্রিকেট প্রিয় মানুষ এদিন টিভি ছেড়ে বাড়ির বাইরে বের হননি। ছুটির দিন কেটেছে একেবারে বাড়ির সদস্যদের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে কার্যত হাউজ পার্টির (House Party) মধ্যে দিয়ে। পাকিস্তানের সহজ লক্ষ্যমাত্রা অনায়াসেই পূরণ করে নিয়েছে ভারত। যার জেরে টানা আট বার পাক বধ করল রোহিতরা।
এদিকেই ভারত-পাকিস্তান উন্মাদনার মধ্যে একটি ঘটনার কথা সামনে এসেছে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন ‘সুইগি’তে (Swiggy) একটি পরিবার একসঙ্গে ৭০টি বিরিয়ানি অর্ডার করেছে, যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খেলা চলাকালীন এক্স হ্যান্ডলে ‘সুইগি’র তরফে জানানো হয়েছে, চণ্ডীগড়ের (Chandigarh) একটি পরিবার একসঙ্গে ৭০টি বিরিয়ানির প্যাকেট (70 Plate Biryani) অর্ডার দিয়েছে। মনে হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচে কে জিতছে তা ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে।’
এই ভাইরাল পোস্টটিতে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক ভিউজ এবং দেড় হাজারের উপর লাইক পড়েছে। একজন ব্যবহারকারী অবশ্য বলেছেন, ‘এটি বিপণন কৌশল।’ আবার ওই পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ৮৬ প্লেট বড়া পাও অর্ডার দিয়েছিলাম, খুব দ্রুত সেগুলি পৌঁছেছে। ধন্যবাদ সুইগি।’
70 biryanis ordered by a household in chandigarh in one-go, seems they already know who’s winning 👀 #INDvsPAK pic.twitter.com/2qQpIj5nhu
— Swiggy (@Swiggy) October 14, 2023
ওই পোস্টে একজন ব্যবহারকারী তো আবার লিখেছেন, ‘পার্টি মোড অন’। আরেকজন অবশ্য লিখেছে, ‘হাহাহাহা জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা’।
উল্লেখ্য, ঠিক এক মাস আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের (Asia Cup) ম্যাচের সময় ৬২ প্লেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল। বেঙ্গালুরু থেকে এক ব্যবহারকারী একসঙ্গে ৬২ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলেন। সেটিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এবার সেই সংখ্যা পার হয়ে গেল! একসঙ্গে ৭০ প্লেট বিরিয়ানি অর্ডার করে সবাইকে তাক লাগিয়ে দিল চণ্ডীগরের এক পরিবার।