বাংলাহান্ট ডেস্ক : সদ্যই মা হয়েছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। বেশ অনেকদিন ধরেই নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। এমনকি তাঁর যে নাতনি হয়েছে, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অহনা সেই তথ্যটুকুও ছিল না মা চাঁদনির কাছে। মেয়ে সদ্যোজাত সন্তান নিয়ে বাড়ি ফিরতেই ফের সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক মা চাঁদনি!
সোশ্যাল মিডিয়ায় সরব অহনার (Ahona Dutta) মা চাঁদনি
সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের স্কুলের একটি ভিডিও শেয়ার করেছেন চাঁদনি। সেখানেই তাঁকে বলতে দেখা যায়, তাঁর একটাই পরিচয় এখন থেকে। তিনি একজন নৃত্যশিল্পী। এখানেই শেষ নয়। চাঁদনি (Ahona Dutta) লেখেন, ‘তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয় একজন অপরাধীকে মেনে নেওয়ার। তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানের, তাহলে চাইনা এমন সন্তান।’
কী লিখেছেন তিনি: চাঁদনি আরও লিখেছেন, ‘মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না। তাইতো কারওর ২১ দিন রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কিসের কি, সেই সন্তানের মা তো আর এটিএম মেশিন নয়।’
আরও পড়ুন ; আপন মনে করে বাড়িতে নিয়ে আসেন ট্রেনের এই জিনিসগুলি! ধরা পড়লে কী কেলেঙ্কারি হতে পারে জানেন?
মুখ খুললেন চাঁদনি: এর আগেও একাধিক বার পরোক্ষে ঠাণ্ডা যুদ্ধ চলেছে অহনা (Ahona Dutta) এবং চাঁদনির মধ্যে। বিয়ে বা মা হওয়ার খবর কোনোটাই চাঁদনিকে দেননি অহনা। মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন তিনি। কিন্তু পাশে পাননি নিজের জন্মদাত্রীকে। এমনকি অহনার শাশুড়িও আগেই গত হয়েছেন।
আরও পড়ুন : বাংলায় এবার ‘লাপতা লেডিস’! নতুন অবতারে বিরাট চমক অভিষেক-কন্যা সাইনার
প্রসঙ্গত, ডান্স বাংলা ডান্সে একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন চাঁদনি এবং অহনা (Ahona Dutta)। মা মেয়ের জুটি তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। তারপরেই সটান অভিনয়ে সুযোগ অহনার (Ahona Dutta)। আর সেই সঙ্গে মায়ের সঙ্গেও দূরত্বের সূত্রপাত মেয়ের। মায়ের অমতেই প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্ক, গোপনে বিয়ে মেনে নিতে পারেননি চাঁদনি। অনুরাগের ছোঁয়ার মিশকা মায়ের জীবনেও হয়ে উঠেছেন ভিলেন।