ইলিশ, চিকেনের পর এবার আলুর দামও আকাশছোঁয়া! বাজারদর দেখে মাথায় হাত ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক : শহর কলকাতার (Kolkata) বাজার ভালোই চড়া এখন। মাছের দাম বহুদিন ধরে চড়া ছিলই, এখন সেই তালিকায় যোগ হয়েছে আলুও। সম্প্রতি ইলিশ (Ilish) আর চিকেনের (Chicken) দাম খানিকটা কমলেও, দাম বেড়েছে বাকিসব নিত্যপ্রয়োজনীয় জিনিসের। কাঁচা সবজির আকাশছোঁয়া দামের মধ্যে আমজনতাকে এতদিন স্বস্তি দিচ্ছিল আলু। তবে হঠাৎ করেই বেড়েছে চন্দ্রমুখী আলুর কেজি প্রতি দাম।

এইমুহুর্তে শহর ও শহরতলিতে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ২৮-৩০ টাকা প্রতি কেজি। এদিকে জ্যোতি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে। আলুর পাশাপাশি দাম বেড়েছে পটলেরও। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এদিকে আদার দামও যথেষ্ট বেশি। কেজি প্রতি আদার দাম এখন ৩০০ টাকা। এমতাবস্থায় আম জনতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে ঢ্যাঁড়শ। 35- 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢ্যাঁড়শ।

এদিকে কুমোড়র দামও যথেষ্ট চড়া। ৪০ টাকায় মিলছে এক কেজি কুমড়ো। বেগুন প্রতি কেজি বিকোচ্ছে ৬০ টাকা দরে। চড়া দামে বিক্রি হচ্ছে টমেটোও। এখন টমেটোর প্রতি কেজির দাম রয়েছে ১৫০ টাকা। কাঁচা লঙ্কার দামে খানিকটা স্বস্তি মিলেছে। বর্তমানে ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১২-১৫ টাকা।

আরও পড়ুন : বিদ্যুৎ না থাকলেও ছুটবে মেট্রো, ভারতে প্রথম কলকাতায় আসছে নয়া প্রযুক্তি!

মাছের বাজারেও আগুন লেগেছে যেন। বাজারে পাকা রুই বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। কাতলার দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা কেজি। এদিকে ভেটকি বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে। পাবদা মাছের দামেও আগুন ধরেছে যেন। প্রতি কেজি পাবদা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া বেড়েছে ইলিশের দামও। ছোট ইলিশ বিকোচ্ছে ৭০০ টাকা কেজিতে। ৫০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ৯০০-১০০০ টাকা। এক কেজি ইলিশ পাওয়া যাচ্ছে ১৬০০ টাকায়।

আরও পড়ুন : আম্বানিও ফেল! মেয়ের জন্মদিনে দেশবাসীকে বিশেষ উপহার দিয়ে মন জিতে নিলেন অটোচালক বাবা

621761 potato

মধ্যবিত্তের হাতের নাগালে রয়েছে তেলাপিয়া ও লোটে। বাজারে তেলাপিয়ার প্রতি কেজির দাম রয়েছে ১৬০-২০০ টাকা। লোটে মাছের প্রতি কেজির দাম রয়েছে ৮০-১২০ টাকা। এছাড়া বাটা মাছ কেনা যাচ্ছে ২০০-২৫০ টাকা কেজিতে। চিকেনের কথা বললে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। গোটা মুরগির দাম রয়েছে ১৫০ টাকা কেজি। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকার আশেপাশে‌। কক-র কেজি প্রতি দাম ২৮০-৩০০ টাকা। এদিকে মাটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা প্রতি কেজি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর