হারের পর অদ্ভুত অজুহাত দিয়ে BCCI-এর চিন্তা বাড়ালেন হার্দিক! ‘এ নাকি ধোনির শিষ্য’, ব্যাঙ্গ ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এসে সিরিজ হার। শেষবার ভারতীয় দল (Indian Cricket Team) এমন ঘটনার শিকার কবে হয়েছে সেটা মনে করতে গেলে বেশ কিছুক্ষণ ভাবতে হবে কট্টর ক্রিকেট ভক্তদেরও। দাপট দেখানো সত্ত্বেও ২-০ ফলে জিততে ব্যর্থ হওয়া, ওডিআই সিরিজে কোনওক্রমে ২-১ ফলে সিরিজ জেতা আর এখন এই টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ফলে হার। ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত হয়ে পড়ছেন ক্রিকেট ভক্তরা।

কেন এই চিন্তা?
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অত্যন্ত কাছাকাছি এসেও একটা সিরিজ হেরে যাওয়ার ঘটনা অত্যন্ত আশ্চর্যের কিছু নয়। ভারতীয় সমর্থকদের যে বিষয়টি নিয়ে খারাপ লাগছে সেটা হল যে এই ওয়েস্ট ইন্ডিজ দলই গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরে ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। তাদের বিরুদ্ধে এই হার ভারতীয় দলের আত্মবিশ্বাসে কত বড় আঘাত সেটা নিয়েই চিন্তিত সমর্থকরা।

হার্দিক কি বললেন?
এই হারের পর সমর্থকদের সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার প্রতিক্রিয়া। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে একটি সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হারের রেকর্ড করার পর হার্দিক বলেছেন যে কখনো কখনো হেরে যাওয়াটাও ভালো। তিনি মনে করেন হার থেকে খুব ভালো শিক্ষা পাওয়া যায় ভবিষ্যতের জন্য। তার এই মানসিকতা একেবারেই পছন্দ হচ্ছে না ভারতীয় ক্রিকেট ভক্তদের।

hardik west indies

আরও পড়ুন: এশিয়া কাপের আগে আতঙ্কে BCCI! প্রাণ হাতে করে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা

অতিরিক্ত আত্মবিশ্বাস:
কিছু সময় আগে হার্দিক পান্ডিয়ার একটি সাক্ষাৎকারে বলেছিলেন ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে যা অবস্থা তাতে তারা তিনটি ভিন্ন টুর্নামেন্টে তিনটি ভিন্ন দল নামিয়ে সবকটি টুর্নামেন্ট জিতে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্যরকম সেটা বারবার প্রমাণিত হচ্ছে। অতিরিক্ত আত্মবিশ্বাস কি তাহলে ভারতীয় দলের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে?

আরও পড়ুন: ধোনি ব্যর্থ হয়েছেন! এবার যুবরাজ সিং-কে ভারতীয় দলের এই বিশেষ দায়িত্ব দিতে চলেছে BCCI?

ইতিবাচক কিছু আছে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজের ইতিবাচক ব্যাপার হচ্ছে কেবলমাত্র একটি। সেটা হল তিলক ভার্মার উত্থান। তিনি বর্তমান ছন্দ ধরে রাখলে সূর্যকুমার যাদব এবং তার জুটি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর