বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পর পর দু’দিন হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha)। বৃহস্পতিবারের পর শুক্রবারও তাঁকে দেখা গেল সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। জানা গিয়েছে, তদন্তকারীরা তাঁর কাছে বেশ কিছু নথিপত্র চেয়েছেন। সেই বিষয়ে কিছুটা সময় চেয়েছেন চন্দ্রনাথ। তিনি জানিয়েছেন, কালীপুজোর পরই নথিপত্র জমা দেবেন।
নিয়োগ দুর্নীতি তদন্তের সহযোগিতায় মন্ত্রী চন্দ্রনাথ (Chandranath Sinha) বলেন…
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা প্রসঙ্গে মন্ত্রী (Chandranath Sinha) বলেন, “কিছু কাগজ চেয়েছে ওরা। পাঠিয়ে দেব। আর বলেছি, যখন খুশি ডাকবেন। ডাকলে সাত দিন সময় দেবেন। চলে আসব।” আদালতের নির্দেশ মেনে তিনি তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন বলেও দাবি করেন।
পার্থর জামিন নিয়ে মুখ খুললেন চন্দ্রনাথ
শুক্রবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়েছে। তবে পুজোর আগে জেল থেকে মুক্তি মিলছে না তাঁর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড হওয়ার পরেই পার্থ জামিন পাবেন। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন চন্দ্রনাথও (Chandranath Sinha)। তিনি বলেন, “আশা করছি, খুব শীঘ্রই ছাড়া পাবে। মা দুর্গা আসছেন। অশুভ শক্তির পরাজয় হবে। আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে।”
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ (Chandranath Sinha)। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলেও আদালত সেই আবেদন খারিজ করে দেন। তবে আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, তদন্ত চলাকালীন কলকাতা ও নিজের বিধানসভা কেন্দ্র ছাড়া অন্যত্র যেতে পারবেন না তিনি, যত দিন না মামলার শুনানি শেষ হচ্ছে।
আরও পড়ুনঃ শপিংয়ে বেরিয়ে সর্বনাশ! ঘরে ফিরতেই মাথায় হাত রাজন্যার পরিবারের
ইডি এবং সিবিআই ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। চন্দ্রনাথের (Chandranath Sinha) বিরুদ্ধে হেফাজতের আবেদন খারিজ হলেও আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে। সেই নির্দেশ মেনেই পর পর দু’দিন হাজিরা দিলেন তিনি। নথিপত্র জমা দেওয়ার পর এই মামলা কোন দিকে ঘুরবে এখন তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।