বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তবে তাঁকে হেফাজতে নেওয়া যাবে না। হাজিরার সময় মন্ত্রী জানান, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন। তিনি আরও জানিয়েছেন যে, এখন পর্যন্ত ইডি নতুন কোনও নথি তাঁর কাছে চায়নি।
প্রসঙ্গত, বুধবার ব্যাঙ্কশাল আদালত চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) অর্ন্তবর্তীকালীন জামিন বহাল রাখে। তবে বিচারক স্পষ্টভাবে নির্দেশ দেন, ২৫ ও ২৬ সেপ্টেম্বর তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতোই বৃহস্পতিবার চন্দ্রনাথ সিনহা হাজিরা দেন ইডি দপ্তরে।
২০২৪ সালের তল্লাশি চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে ইডি অভিযোগ তুলেছে যে তিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত। ২০২৪ সালে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়। ইডি আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের হেফাজতে নিতে চেয়েছিল। ইডির আইনজীবী আদালতে বলেন, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা এবং মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিঙ্ক পাওয়া গেছে, সেগুলো নিয়ে তদন্ত করতে মন্ত্রীকে হেফাজতে রাখতে চাই।”
আরও পড়ুনঃ ব্লক স্তরে বড় রদবদল, মুর্শিদাবাদ-মালদহ-উত্তর দিনাজপুরে ‘বিশেষ নজর’ অভিষেকের
বিচারক সেইসময় ইডিকে ভর্ৎসনা করে বলেন, “২০২৪ সালের মার্চে বাড়িতে সার্চ করেছিলেন। ওই সময় যাবতীয় স্টেটমেন্ট ও নথি ছিল। ১১ মাস চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হল না?” এদিনের রায়ে বিচারক পরিষ্কার ভাবে জানান, মন্ত্রীকে (Chandranath Sinha) হেফাজতে রাখার প্রয়োজন নেই, তবে হাজিরা দিতে হবে। সেই অনুযায়ী চন্দ্রনাথ সিনহার হাজিরা সম্পন্ন হয়।