রতন টাটার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন চন্দ্রশেখরন! পেলেন বিশেষ দায়িত্ব

Published on:

Published on:

Chandrasekaran will complete Ratan Tata's unfinished work Tata Trusts.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি হল টাটা সন্স। এই কোম্পানিতে সবথেকে বেশি অংশীদারিত্ব রয়েছেন টাটা ট্রাস্টসের। এমতাবস্থায়, একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরনকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছে টাটা ট্রাস্টস (Tata Trusts)। মূলত, তাঁকে টাটা সন্সের বৃহত্তম মাইনরিটি শেয়ারহোল্ডার শাপুরজি পালোনজি গ্রুপের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। আসলে, টাটা ট্রাস্টস মিস্ত্রি পরিবারের মালিকানাধীন এসপি গ্রুপকে টাটা সন্স থেকে বেরিয়ে আসার পথ দিতে চায়।

টাটা ট্রাস্টস (Tata Trusts) দায়িত্ব দিয়েছে চন্দ্রশেখরনকে:

এই প্রথমবারের মতো টাটা ট্রাস্টস (Tata Trusts) টাটা সন্সকে খোলাখুলিভাবে এসপি গ্রুপের জন্য একটি এক্সিট প্ল্যান তৈরি করতে বলেছে। এর আগে, রতন টাটার আমলে, টাটা ট্রাস্টস এসপি গ্রুপের এক্সিটের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। এসপি গ্রুপ চেয়েছিল যে, টাটা সন্সের সম্পদ এবং দায়বদ্ধতা তার ১৮.৩৭ শতাংশ অংশীদারিত্ব অনুসারে ভাগ করা উচিত। কিন্তু টাটা ট্রাস্টস তখন তা প্রত্যাখ্যান করেছিল। এদিকে, টাটা ট্রাস্টসের নতুন সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এসেছে যখন RBI আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাটা সন্সকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে।

তালিকাভুক্তি ঘটলে কী হবে: যদি টাটা সন্স তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে এসপি গ্রুপ স্বয়ংক্রিয়ভাবে কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। জানিয়ে রাখি যে, এসপি গ্রুপ ১৯২৮ সাল থেকে টাটা সন্সের শেয়ারহোল্ডার। কিন্তু টাটা ট্রাস্টস (Tata Trusts) চায় টাটা সন্স একটি বেসরকারি কোম্পানি হিসেবেই থাকুক। তারা RBI-এর তালিকাভুক্তির নিয়ম এড়াতে চায়। এই কারণেই টাটা সন্স তার সমস্ত ঋণ পরিশোধ করেছে। এছাড়াও, তারা তার সমস্ত প্রেফারেন্স শেয়ার প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি, কোম্পানিটি RBI-কে জানিয়েছে যে তারা কোর ইনভেস্টমেন্ট কোম্পানির মর্যাদা চায় না। তাদের আবেদন এখনও RBI-র কাছে পেন্ডিং রয়েছে।

Chandrasekaran will complete Ratan Tata's unfinished work Tata Trusts.

এমতাবস্থায়, টাটা ট্রাস্টস চন্দ্রশেখরনকে টাটা সন্সের বর্তমান পরিস্থিতি যাতে পরিবর্তিত না হয় তার জন্য সম্ভাব্য সকল উপায় খুঁজে বের করতে বলেছে। অর্থাৎ, চন্দ্রশেখরনকে এই বিষয়টি নিয়ে RBI-এর সঙ্গে সম্পূর্ণ আলোচনা করা প্রয়োজন। টাটা ট্রাস্টস (Tata Trusts) তাদের প্রস্তাবে এটি লিখেছে। এদিকে, টাটা ট্রাস্টস স্বীকার করেছে যে টাটা সন্স তালিকাভুক্তি এড়াতে গত ২ বছর ১০ মাসে প্রায় ৩০,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে।

আরও পড়ুন: চাই অধিনায়ক! ২৫ কোটি টাকায় কে এল রাহুলকে কিনবে কলকাতা? কী পরিকল্পনা KKR-এর?

সম্পর্ক ভেঙে গেল কেন: এর আগে, টাটা সন্সের ভ্যালু নিয়ে টাটা ট্রাস্টস এবং এসপি গ্রুপের মধ্যে মতপার্থক্য ছিল। টাটা ট্রাস্টস টাটা সন্সের বুক ভ্যালু অনুসারে এসপি গ্রুপের শেয়ারের মূল্য অনুমান করত। এতে, ইলিকুইডিটি ডিসকাউন্টও প্রয়োগ করেছিল। অপরদিকে এসপি গ্রুপের দাবি ছিল যে তাদের শেয়ারের মূল্য টাটা সন্সের সম্পদের মার্কেট ভ্যাল অনুসারে হওয়া উচিত। এসপি গ্রুপের শেয়ার কেনার প্রথম অধিকার টাটা সন্সের। এই গোষ্ঠীটি প্রচুর ঋণের বোঝায় জর্জরিত। তাই তারা টাটা সন্সের সম্পূর্ণ অংশীদারিত্ব ঋণদাতাদের কাছে বন্ধক রেখেছে।

আরও পড়ুন: ট্রাম্পের জেদের কারণেই ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে দাম? বড়সড় ঝটকা পেতে পারেন iPhone-প্রেমীরা

এদিকে, টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে অপসারণের পর টাটা এবং এসপি গ্রুপের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপরে, উভয়ের মধ্যে একটি আইনি লড়াইও শুরু হয়। শেষ পর্যন্ত টাটা জিতে যায়। এছাড়াও, সুপ্রিম কোর্ট মিস্ত্রিকে অপসারণ এবং কোম্পানিটিকে পাবলিক থেকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত বহাল রেখেছিল।