ভারতের “চন্দ্রযান-২” প্রায় “পুরোপুরি সফল” জানালেন নাসার বিখ্যাত বিজ্ঞানী

Published On:

অমিত সরকার – আচমকাই ছন্দপতন। আশায় জল ঢেলে নিরুদ্দেশ ল্যান্ডার বিক্রম। তাই মনখারাপ চন্দ্রকান্তের বাবা-মার। কিছুটা বিমর্ষ হুগলির গুড়াপের শিবপুরের বাসিন্দারাও। এসবের মাঝেও আশার আলো।

ভারতের মিশন চন্দ্রযান ২ নেটজিওতে লাইভ দেখছিলেন দীর্ঘ ৫ মাস মহাকাশে কাটানো বিজ্ঞানী জেরি লিলেনগার। গোটা অভিযান দেখার পর ইসরোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভারতের কোনও ভাবেই হতাশ হওয়া উচিত নয়, কারণ অত্যন্ত কঠিন একটি কাজ সম্পন্ন করতে নেমেছিল ভারত।

আর সেই চেষ্টায় যদি ভারত চাঁদের থেকে মাত্র ২.১ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে, তবে পরবর্তী মিশনের জন্য এই অভিযান প্রচুর সাহায্য করবে।’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রায় পুরোপুরিভাবেই এই মিশনকে সফল হিসাবে গন্য করা যায়।

আর চাঁদের কক্ষপথে অর্বিটর তো রয়েছে আগামী ১ বছর ধরে চাঁদের সমস্ত তথ্য সে পাঠিয়ে যাবে।’

X