বুধে হয়ত চাঁদে নামবে না চন্দ্রযান ৩! তুমুল আশঙ্কা প্রকাশ ISRO-র, কেন হল এমন? জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক : প্রথম দুটি মিশন দুর্ভাগ্যজনক ভাবে বিফল হয়। চন্দ্রযান-২ (Chandrayaan 2) -এর ল্যান্ডফল তো একেবারে তীরে এসে তরী ডোবার সামিল হয়েছে। একই পরিণতি হয় রাশিয়ার চন্দ্রযান (Chandrayaan of Russia), ‘লুনা’-২৫-রও (Luna 25)। তাই এবার আর কোনও ভুল নয়। প্রয়োজনে ‘চন্দ্রযান-৩’ -র ল্যান্ডিং আরও কয়েকদিন পিছিয়ে দেওয়ারও কথাও ভাবছে ইসরো (Indian Space Research Organisation)।

কবে হতে পারে ল্যান্ডিং? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, যদি সমস্ত পরিস্থিতি অনুকূল না থাকে তাহলে অবতরণ চারদিন পিছিয়ে ২৭ আগস্টও করা হতে পারে। এদিন, সংবাদ সংস্থা এএনআই-কে ইসরোর স্পেস অ‌্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নিলেশ এম দেশাই জানিয়েছেন, ‘২৩ আগস্ট অবতরণের দু’ঘণ্টা আগে এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ল‌্যান্ডার মডিউলের অবস্থা এবং চাঁদের পরিস্থিতি বুঝে ঠিক করা হবে সেদিনই অবতরণ হবে কি না।  সামান‌্যতম প্রতিকূল অবস্থা বুঝলেই অবতরণ পিছিয়ে ২৭ তারিখ করা হবে। সেজন‌্য বিকল্প ব‌্যবস্থা করাই আছে।’ তবে ২৩ তারিখেই অবতরণ হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

   

chandrayaan 3

কী বলছে কেন্দ্র সরকার? চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের দিন নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। চন্দ্রযান-৩ -র প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত কেন্দ্রীয় মন্ত্রীকে জানান ইসরোর চেয়ারম্যান। আগামী ২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের সম্ভাবনা নিয়ে ইসরোর প্রশংসাও করেন কেন্দ্রীয় মন্ত্রী। চন্দ্রযান-৩ -র সফট ল্যান্ডিং হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক ইতিহাস গড়বে বলে আশাবাদী জিতেন্দ্র সিং।

চন্দ্রযান ২-র সঙ্গে সাক্ষাৎ : উত্তরসূরি তৃতীয় চন্দ্রযানের (Chandrayaan 3) ‘ল‌্যান্ডার’ মডিউল বিক্রমকে মহাশূন্যে সোমবার অভ‌্যর্থ‌না জানাল চন্দ্রযান-২ এর অরবিটার। মহাকাশ থেকে বার্তা এল ‘সুস্বাগতম বন্ধু’। আর গর্বিত অভিভাবকের মতো ইসরোও (ISRO) মহানন্দে ‘শেয়ার’ করল চন্দ্রপৃষ্ঠের অনতিদূরে, চাঁদমুখী প্রাক্তন এবং বর্তমান সওয়ারির দ্বিপাক্ষিক সংযোগ সুসম্পন্ন হওয়ার সুখবর।

আরও পড়ুন : এবার ভয়ে কাঁপবে র‍্যাগিং দানবরা! যাদবপুর কাণ্ডে বড়সড় পদক্ষেপ শুভেন্দুর, তুঙ্গে শোরগোল

আর কী জানাল চন্দ্রযান ২ : সঙ্গে আশ্বস্ত করে আবার এও জানাল যে, চাঁদের মাটিতে অবতরণের আগে শরীর-গতিক একেবারে ঠিক আছে ল‌্যান্ডারের। অস্বাভাবিকতা বলতে কিছুই নেই। আলটপকা তাড়াহুড়োও করছে না সে। বরং অসীম ধৈর্য‌ ধরে, খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে চাঁদের জমি। খুঁজছে অবতরণ করার উপযুক্ত জায়গা, এমন কিছু যা বিপদ-বর্জিত, আগাগোড়াই নিরাপদ। কম উঁচুনিচু, খানাখন্দে ভরা বা বোল্ডারে পরিপূর্ণ যেন কোনওভাবেই নয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর