চন্দ্রযান ৩ লাইভ আপডেট : প্রতীক্ষা শুরু সেই মাহেন্দ্রক্ষণের।(Chandrayaan-3 landing live updates ) আর কয়েক ঘন্টার মধ্যেই চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। তৈরি হবে ইতিহাস। ভারত তথা বিশ্বের মহাকাশ গবেষণা ক্ষেত্রে মুকুটে জুড়বে একটি নতুন পালক। গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-৩। ৫ অগাস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করে বিশেষ বার্তা পাঠান বিখ্যাত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তিনি বলেছেন, ‘চন্দ্রযান ৩ কে নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এই প্রকল্পের সাফল্য কামনা করি।’
Chandrayaan-3 Moon landing live updates from ISRO (চন্দ্রযান ৩ লাইভ আপডেট):
কক্ষপথে প্রবেশের পরই শুরু হয় ISRO-এর জন্য সবচেয়ে কঠিন পর্যায়। পাখির পালকের মতো অবতরণের জন্য সঠিক জায়গা খুঁজছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। এই পুরো কাজটি খুব জটিল এবং কঠিন হতে চলেছে। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের মধ্যে প্রজ্ঞান নামে একটি রোভার রয়েছে। ল্যান্ডারটি চাঁদে সফট ল্যান্ডিং করবে। রোভার প্রঞ্জান বেরিয়ে আসবে বিক্রমের পেট থেকে। এরপর সে চাঁদের পৃষ্ঠে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতীয়। দেশে বসে সরাসরি ঐতিহাসিক ওই মুহূর্তের সাক্ষী হতে পারবেন ভারতীয়রা। বিদেশ থেকেও দেখা যাবে সরাসরি সম্প্রচার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারিত হবে DD ন্যাশনাল চ্যানেলেও।
এরই মধ্যে, এক সোশ্যাল মিডিয়া বার্তায় ইসরো জানিয়েছে, মিশন অপারেশন কম্পলেক্স পুরোপুরি প্রস্তুত। নির্ধারিত সময়েই চাঁদে অবতরণ করতে চলেছে ল্যান্ডার বিক্রম। আগামিকাল ISTRAC চন্দ্রযান ৩-এর অবতরণের লাইভ দৃশ্য সম্প্রচার করবে বিকেল ৫টা ২০ মিনিট থেকে।
➥ Chandrayaan 3 Moon landing live updates (চন্দ্রযান ৩ লাইভ আপডেট):
৬:০৩ : চাঁদে পালকের মত ল্যান্ড করল ল্যান্ডার বিক্রম
৫:৫৭ : ধীরে ধীরে নামতে শুরু করল ল্যান্ডার বিক্রম। মিনিট পাঁচেকের মাথায় চন্দ্রপৃষ্ঠে পৌঁছে যাবে চন্দ্রযান। ৩০ থেকে ৩৫ মিটার প্রতি সেকেন্ড গতিবেগে এগোচ্ছে ল্যান্ডার বিক্রম।
৫:৪৫ : শুরু হতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। টানটান উত্তেজনায় গোটা বিশ্ববাসী।
৫:২০ : ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার বিকেল ৫ টা ২০ মিনিট থেকে চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হবে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে চাঁদে অবতরণের শেষ ৪৪ মিনিটের যাত্রাপথ সরাসরি সম্প্রচার করবে ইসরো।
৫:১৬ : ইতিহাসে নাম লেখাতে চলেছি আমরা। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়। অনেক কিছু শিখেছি গত কয়েক বছরে। যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে ISRO. চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিংয়ে সমস্যা হওয়ার কথা নয়, বললেন বিজ্ঞানী সত্যনারায়ণ।
৪:৩২ : দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা চন্দ্রযান ৩-র সাফল্য কামনা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকা থেকেই দেখবেন মিশনের শেষ ভাগ।
৩:৫৭ : চাপা উত্তেজনায় ফুটছে ISRO! কন্ট্রোল রুমের ভিতরের দৃশ্য ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়।
#WATCH | Karnataka | Visuals from ISRO Mission Control Centre in Bengaluru, as the expected soft landing of Chandrayaan-3 on the moon remains just a few hours away. pic.twitter.com/2sVAAfSfCs
— ANI (@ANI) August 23, 2023
৩:১০ : চন্দ্রযান ৩র সাফল্য কামনায় ভুবনেশ্বরের মসজিদে চলছে বিশেষ নমাজ পাঠ!
#WATCH | Odisha | People offer special prayers at a mosque in Bhubaneswar for the successful lunar landing of Chandrayaan-3. pic.twitter.com/in2nNnEnDD
— ANI (@ANI) August 23, 2023
৩:০০ : চন্দ্রযান ৩-এর সংক্ষিপ্ত বিবরণ :
২:৫৫ : ‘রেডিয়ো অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপার-সেনসিটিভ আয়োনোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার’ (RAMBHA-LP) পে-লোডার চাঁদের মাটিতে আয়োন এবং ইলেকট্রনের ঘনত্ব পরিমাপ করবে। আবার ChaSTE পে-লোডারের কাজ হবে চাঁদের মেরু অঞ্চলে তাপমাত্রা সংক্রান্ত পরীক্ষা চালানো। ভূমিকম্প সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে ILSA। আর নাসার লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারে (এলআরএ) আবার চাঁদের বিভিন্ন ‘সিস্টেম’ খতিয়ে দেখবে।
২:৪৮ : চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার। সেটার পেটের মধ্যে থাকবে রোভার। ল্যান্ডারের ‘প্রাণ’ থাকবে ১৪ দিন (পৃথিবীর সময় অনুযায়ী এবং চাঁদের সময় অনুযায়ী একদিন)। রোভার-সহ ল্যান্ডারের ওজন হল ১,৭৪৯.৮৬ কিলোগ্রাম। ল্যান্ডারে চারটি পে-লোড আছে।
২:৩০ : চাঁদের দক্ষিণ মেরুর মানচিত্র। এখানেই নামতে চলেছে চন্দ্রযান ৩।
২:০৭ : চন্দ্রযানের সাফল্যে হরিদ্বারে যজ্ঞ করছেন বাবা রামদেব।
#WATCH | Uttarakhand: Yog Guru Ramdev performs puja in Haridwar for the success of the Chandrayaan-3 mission. pic.twitter.com/JkYK6xe1Fb
— ANI (@ANI) August 23, 2023
২:০৫ : চলছে যৌথ অভিযান! চন্দ্রযান ২ তথ্য পাঠাচ্ছে চন্দ্রযান ৩-কে। চন্দ্রযান ৩ সেই তথ্য পাঠিয়ে দিচ্ছে ISRO-কে।
১:৩০ : চন্দ্রযান ২-র বিফলতা থেকে শিক্ষা নিয়েছে ISRO. বড়ো জ্বালানি ট্যাঙ্ক, শক্তিশালী পা, অনেক বেশি সোলার প্যানেল, উন্নত সফটওয়্যারের মত একাধিক পরিবর্তন রয়েছে চন্দ্রযান ৩ তে।
১২:৫৮ : ISRO-র সামনে সাংবাদিকদের জটলা! রয়েছেন সাধারণ মানুষও। শুরু অপেক্ষার প্রহর গোনা।
১২:৫৩ : সব কিছু ঠিক আছে। কাজ করছে Automatic Landing Sequence। টুইট করে জানালো ISRO।
Chandrayaan-3 Mission:
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The… pic.twitter.com/x59DskcKUV— ISRO (@isro) August 23, 2023
১২ঃ১১ : মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভারে ভারতের চন্দযান-৩ এর সাফল্য কামনায় বালির মধ্যে ভাস্কর্য তৈরি করে তাক লাগালেন আন্তর্জাতিক ভাস্কর্য শিল্পী সুদর্শন পট্টনায়েক
১১:৪৩ :এরই মধ্যে, এক সোশ্যাল মিডিয়া বার্তায় ইসরো জানিয়েছে, আজ অগাস্ট বিকেল ৫টা বেজে ২৭ মিনিট থেকেই ভারতের চন্দ্রযান ৩-এর অবতরণ লাইভ দেখা সম্ভব হবে।